সর্বশেষ
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা
‘পিরিয়ড ট্যাক্সের’ বিরুদ্ধে আইনি লড়াইয়ে মাহনুর
বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চ: ইবতেদায়ী শিক্ষকরা
ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসা নিয়ে গভর্নরের কড়া সিদ্ধান্ত
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’
বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: পাটওয়ারী
সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার সুযোগ নেই
ফিল্মফেয়ার কাভার গার্ল তামান্না ধরা দিয়েছেন নানান লুকে
দুর্যোগপূর্ণ আবহাওয়া, আছে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আবার বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
তানজিদের ফিফটি, জয়ে দরকার ২৪ বলে ৪২

সিনেমার গান এখন দু-একজন শিল্পীর মধ্যেই সীমাবদ্ধ: সালমা

অনলাইন ডেস্ক

সালমাতারকা কণ্ঠশিল্পী। সম্প্রতি ‘আমি তোমার কী আর এমন লাগি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নতুন এই গান ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয় তার সঙ্গে

আমি তোমার কী আর এমন লাগি’ গানটি গেয়ে কেমন লাগল?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে এতদিন নতুন গান রেকর্ডিং হয়নি। এর মধ্যে যে গান গাইতে ইচ্ছা করছিল না, তা কিন্তু নয়। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হবার পর নতুন গানটি রেকর্ড করলাম। অনেক দিন পর অসাধারণ কথার একটি গান দিয়ে ফিরতে পেরে ভালোই লেগেছে। গানটির কথা লিখেছেন রাসেল কবির। সুর করেছেন মাসুদ টুটুল। আর সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। শ্রোতাদের গানটি পছন্দ হবে– এ আশা করাই যায়।

শুনেছি, নতুন আরও দুটি গান করেছেন…

হ্যাঁ, ‘আমি তোমার কী আর এমন লাগি’ ছাড়াও এরই মধ্যে আরও দুটি গান রেকর্ড করলাম। ‘ভালোবাসা মন্দবাসা’, ‘আমি দোষী কলঙ্কিনী’ গান দুটি লিখেছেন স্বপন। সুরও তাঁর। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গান দুটিতে নতুনত্ব আছে। শুনলে শ্রোতাদের পছন্দ হবে।

আজকাল টিভি আয়োজন, স্টেজ শোর চেয়ে গান রেকর্ডিং নিয়েই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে, কারণ কী?

এখন বর্ষা মৌসুম চলছে। হাতেগোনা কিছু করপোরেট শো ছাড়া এখন তো সেভাবে ওপেন এয়ার কনসার্ট হচ্ছে না। তাই নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে।

মঞ্চে ফেরা নিয়ে কিছু ভাবছেন?

ছাত্র আন্দোলন শুরুর পর থেকে স্টেজ শো আসলে সেভাবে হয়নি। দেশের পরিস্থিতি পুরোপুরি ভালো না হলে অনেকেই কোনো অনুষ্ঠান  আয়োজন করতে চাইছেন না। এ কারণে গান করার প্রস্তাবও সেভাবে পাচ্ছি না। খোলা আকাশের নিচে গান গাওয়ার আনন্দই আলাদা। সেখানে সরাসরি শ্রোতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়। মনেপ্রাণে চাই, যত তাড়াতাড়ি সম্ভব স্টেজ শো শুরু হোক।

একসময় সিনেমায় অনেক গান করতেন। এখন আর মাধ্যমে গাইতে দেখা যায় না…

সত্যি বলতে কী, চলচ্চিত্রে গান গাওয়ার জন্য তেমন কোনো প্রস্তাব আসছে না। এটি একটি জায়গায় আটকে আছে। সিনেমার গান দু-একজন শিল্পীর মধ্যেই সীমাবদ্ধ। আধুনিক গানের কথা বাদ দিলাম। যখন ফোক গানের জন্যও যখন কণ্ঠশিল্পী চাওয়া হয়, তখন তারাই গেয়ে থাকেন। ফোক গান গাইবে তো ফোক গানের শিল্পীরা। কিন্তু কি দেখছি এসব! আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো গুণী মানুষেরা যখন বেঁচে ছিলেন তখন কিছু গান গাওয়ার সুযোগ হয়েছে। আমি যত সিনেমার গান করেছি, প্রত্যেকটি সুপার ডুপার হিট। তাহলে এখন কোনো সিনেমার গান গাইতে পারছি না। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অডিও বাজারে আমার বেশ ব্যস্ততা রয়েছে। এতেই খুশি।

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার প্রত্যাশা কী?

রাজনীতি নিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না। গানের বাইরে কিছু বলতে ভালোও লাগে না। তারপরও যদি কিছু বলতে হয়, তাহলে বলব। বাংলাদেশের সব মানুষের মন শান্তিতে থাকুক। কোনো খুনখারাবি চাই না। স্বৈরাচারিতা চাই না। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক– এটাই চাওয়া।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ