রায়হান রাফী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর দ্বিতীয় গান ‘লিচুর বাগান’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। ৩ মিনিট ২৮ সেকেন্ডের এই আইটেম গানটি মুক্তির পরপরই দর্শকমহলে সাড়া ফেলেছে। গানটিতে জমজমাট পারফরম্যান্সে দেখা গেছে মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূরকে।
ইউটিউব প্রকাশিত গানটির শুরুতেই বিয়ের পালকিতে বসে সাবিলা নূর ধরা দেন বোল্ড লুকে। এরপর গান জুড়ে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের নজর কাড়ে। ‘কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে’ শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান।
গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসার জোয়ার। এক দর্শক মন্তব্য করেন, ‘শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।’ আরেকজন লেখেন, ‘পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে, দারুণ।’
এদিকে, ‘তাণ্ডব’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে সংঘটিত হামলার ঘটনাকে কেন্দ্র করে। ছবির গল্প ও পরিচালনায় রয়েছেন রায়হান রাফী, আর চিত্রনাট্য লিখেছেন রাফীর সঙ্গে যৌথভাবে আদনান আদিব খান।
সিনেমাতে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। গান, টিজার ও তারকাবহুল উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘তাণ্ডব’—এখন অপেক্ষা ছবির মুক্তির।