১৯৩৯ সালে পাঁচ টাকার এই রেডিয়োর এই বিজ্ঞাপন সামনে এসেছিল। প্রকাশিত হয়েছিল যুগান্তর পত্রিকায়।
এক্সাইড ব্যাটারির এই বিজ্ঞাপনও শোরগোল ফেলে দিয়েছিল আম-জনতার মধ্যে। ১৯৩৯ সালে বেরিয়েছিল এই বিজ্ঞাপনও।
এই বিজ্ঞাপনও বেরিয়েছিল যুগান্তর পত্রিকায়। ১৯৩৯ সালেই দেওয়া হয়েছিল ইঞ্জিন বিড়ির এই বিজ্ঞাপন।
১৯৩৯ সালে যুগান্তরে প্রকাশিত হয়েছিল ডানলপের এই বিজ্ঞাপন।
১৯৪৭ সালে দেশ পত্রিকায় জায়গায় পেয়েছিল ক্যারাভানের এই বিজ্ঞাপন।
ওই বছরই ক্যারাভানের আরও একটি বিজ্ঞাপন জায়গা পেয়েছিল দেশ পত্রিকায়।
আজও জনপ্রিয়তার শীর্ষে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৯৪৭ সালে দেশ পত্রিকায় বেরিয়েছিল দুলালের তালমিছরির এই বিজ্ঞাপন।
ওই বছরই দেশ পত্রিকায় বেরিয়েছিল ভিনোলিয়া সাবানের এই বিজ্ঞাপন।
সাতচল্লিশে দেশ পত্রিকায় বেরিয়েছিল KOLYNOS এর বিজ্ঞাপন।
আজ তো একেবারেই বদলেছে রূপ। কিন্তু, সমান জনপ্রিয় ছিল ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালেও। দেশ পত্রিকায় বেরিয়েছিল Bourn-Vita এর বিজ্ঞাপন।
ওই বছরেই যুগান্তে বেরিয়েছিল বোরোলিনের এই বিজ্ঞাপন। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল আম-জনতার মধ্যে।
প্রকাশ্যে বন্দুকের বিজ্ঞাপন। ভাবতে পারছেন! ওই সময়ই যুগান্তরেই বেরিয়েছিল এই বিজ্ঞাপন।