হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু— এটি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে।
Salman F Rahman, Anisul Huq put on ten-day remand— এটি নিউ এজ পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শেখ মুজিব হত্যায় যুক্তরাষ্ট্রের হাত, গুজব ছড়িয়েছিল ভারত থেকে— এটি বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৯শে অগাস্ট কলকাতার আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশ হয়। এতে পশ্চিমবঙ্গে কংগ্রেসের যুব সংগঠনের প্রধান প্রিয়রঞ্জন দাশমুন্সির একটি উদ্ধৃতি ব্যবহার করা হয়।
দিল্লিতে বসে হাসিনার বিবৃতি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর— মানবজমিন পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন এটি।
এতে বলা হয়, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিবৃতি দিলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শেখ হাসিনা যেন দিল্লি বসে আর কোনও বিবৃতি না দেন- সে বিষয়ে ব্যবস্থা নিতে ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ।
এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও ৫ ব্যাংক ঝুঁকিতে— দৈনিক প্রথম আলো’র এই দ্বিতীয় প্রধান শিরোনামে বলা হয়েছে, ইসলামী ব্যাংক বাদে আরও পাঁচটি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে রেখে ইচ্ছেমতো লুট করে ঝুঁকিতে ফেলে দিয়েছে সদ্য বিদায়ী আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ।
Beximco leaves Janata Bank in poor health— দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যাংকটিকে ঝুঁকিতে ফেলেছিল। সেই ঋণের পরিমাণ ছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে নয় গুণ বেশি।
পালাবদলে চাঁদাবাজি ও দখলের মচ্ছব— এটি আজকের পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনামে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছে নবগঠিত অন্তর্বর্তী সরকার।
বিশেষ আইনে বিপুল নয়ছয়— এটি দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, বিদ্যুৎ-জ্বালানি খাতের বিশেষ আইন পাস হওয়ার পর বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে গত ১৩ বছরে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে সরকার।
রাজধানীতে ছাত্র আন্দোলনে অংশ নেয়া তিনজনকে পিটিয়ে হত্যা— নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন এটি। এখানে বলা হয়েছে, ঢাকার সায়েদাবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া তিন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তথ্য গোপন করে সরকারকে ৪১ হাজার কোটি টাকার ঋণ— সমকাল পত্রিকার প্রথম পাতার খবর এটি। এখানে বলা হয়েছে, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে তথ্য গোপন করে ৬২ দিনে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শামসুল হক টুকু, পলক ও সৈকত গ্রেফতার— যুগান্তর পত্রিকার প্রথম পাতার এই প্রতিবেদনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।