সর্বশেষ
কড়াইল বস্তিতে আলো ক্লিনিকের নরমাল ডেলিভারি সেবা উদ্বোধন
ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির
দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষা দিতে আসেনি ১৭৫৭ জন
মাগুরায় সাবেক এসপি ইউএনও ওসির নামে মামলা
সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত
মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল
৪৪তম বিসিএসে প্রশাসন, পররাষ্ট্র ও পুলিশে প্রথম যারা
এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন দিলেও রিসিভ করে না: শহীদ আবদুল্লাহর মায়ের অভিযোগ
সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়: ফখরুল
গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার
‘সংখ্যানুপাতিক নির্বাচনের নামে স্বৈরাচার ফেরার সুযোগ দেওয়া হচ্ছে কি না ভাবতে হবে’
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তিতে দিনভর আয়োজন

ডোপামিন ড্রেসিং: যে সাজপোশাক আপনার মনকে চাঙা করে, আত্মবিশ্বাস বাড়ায়

অনলাইন ডেস্ক

ডোপামিন ড্রেসিং হলো পোশাকের মাধ্যমে নিজের আনন্দ আর পরিচয়ের প্রকাশ। এমন কিছু পরুন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায়, ভালো স্মৃতি জাগায় আর আপনাকে আন্দদিত করে। স্টাইল নিয়ে খেলুন, মিক্স অ্যান্ড ম্যাচ করুন। সবচেয়ে বেশি ‘আপনি’ মনে হয়, এমন সাজটাই বেছে নিন।.

পোশাক কেবলই নান্দনিকতার অনুষঙ্গ নয়। পোশাকের সঙ্গে মনের অবস্থা আর মানসিক সুস্থতা বৃদ্ধিরও সম্পর্ক রয়েছে। কোনো নির্দিষ্ট রং, প্যাটার্ন কিংবা স্টাইল নিমেষেই আপনার মুড বদলে দিতে পারে। এ কাজটি করে মস্তিষ্কের ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার। ফ্যাশনের এই পদ্ধতি মূলত রঙের মনোবিজ্ঞান। ভিন্ন ভিন্ন রং বা নকশা আমাদের নির্দিষ্ট আবেগের প্রতিনিধিত্ব করে। সচেতনভাবে সে অনুযায়ী নিজেকে সাজানোই ডোপামিন ড্রেসিং। এটি আপনাকে উৎফুল্ল রাখে এবং আত্মবিশ্বাসী করে। নিজের জন্য ডোপামিন ড্রেসিংয়ের উপায় আপনি নিজেই বাছাই করতে পারেন। এখানে রয়েছে প্রচলিত পাঁচটি উপায়।

উজ্জ্বল রং

ডোপামিন ড্রেসিংয়ের মূলে রয়েছে রং। রোদেলা হলুদ, গাঢ় লাল, চকচকে গোলাপি ও হালকা নীলের মতো রংগুলো আপনার মনের ওপর যথেষ্ট প্রভাব রাখে। সাজের প্রধান পোশাকটির (স্টেটমেন্ট পিস) জন্য এ ধরনের রং বেছে নিতে পারেন। একটি উজ্জ্বল হলুদ পোশাক, লাল ব্লেজার কিংবা গোলাপি জুতা দ্রুত আপনার মনকে চাঙা করতে পারে। শুরুতে স্কার্ফ, ব্যাগ অথবা গয়নার মতো ছোট ছোট আনুষঙ্গিক সাজসরঞ্জামের রং বাছাইয়ের ক্ষেত্রে এটি মাথায় রাখতে পারেন।

প্যাটার্ন ও প্রিন্ট

ডোপামিন ড্রেসিংয়ের ক্ষেত্রে কাপড়ের প্যাটার্ন ও প্রিন্ট গুরুত্বপূর্ণ। কাপড়ে আপনার পছন্দের প্যাটার্ন মস্তিষ্ককে প্রভাবিত করে এবং ইতিবাচক অনুভূতি জাগায়। ফুলেল নকশা, পোলকা ডটস, ডোরাকাটা ও জ্যামিতিক নকশা আপনাকে আমুদে ও চঞ্চল করে তুলবে। প্রিন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রিন্ট একসঙ্গে পরতে পারেন। তবে সেটি অতিরিক্ত মনে হলে কোনো একক রঙের সঙ্গে প্রিন্ট মিলিয়ে পরতে পারেন।

টেক্সচারের বৈচিত্র্য

টেক্সচারের বৈচিত্র্য আপনার মেজাজকে প্রভাবিত করে। সিল্ক, ভেলভেট কিংবা কাশ্মিরি কাপড় আপনাকে একই সঙ্গে আরামদায়ক ও ঐশ্বর্যের অনুভূতি দেবে। কাপড়ে সিকুইন কিংবা মেটালের ব্যবহার আপনাকে আকর্ষণীয় করে উপস্থাপন করবে। ভিন্ন ভিন্ন টেক্সচারের কাপড়ে আপনার ওয়ার্ডরোব সাজাতে পারেন। এটি হতে পারে একটি ভেলভেট জ্যাকেট, সিল্ক ব্লাউজ বা সিকুইনযুক্ত ছোট ছোট সাজসরঞ্জাম।

সঠিক ফিট

সঠিক ফিটের পোশাক আত্মবিশ্বাস বাড়ায়। খুব চাপা কিংবা খুব ঢিলেঢালা পোশাক অস্বস্তি তৈরি করে যা আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। সঠিক সেলাই ও মাপের পোশাক বেছে নিন, এটি আপনাকে যেকোনো পরিস্থিতিতে সাহস জোগাবে। এ ক্ষেত্রে হাই-ওয়েস্টেড জিনস, ফিটেড ব্লেজার কিংবা এ-লাইন পোশাকগুলো ভালো হয়।

নিজস্ব স্টাইল গড়ে তুলুন

নিজেকে প্রকাশ করা ডোপামিন ড্রেসিংয়ের একটি মূল দিক। এমন কিছু নিজের জন্য বাছাই করুন যা আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। ভিন্ন ভিন্ন স্টাইল আর সমন্বয় পরখ করে দেখুন, কোনটি আপনার সবচেয়ে ভালো লাগে। আপনার ওয়ার্ডরোবে এমন কিছু রাখুন যা আপনাকে ইতিবাচক অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। এটি হতে পারে কোনো দামি পোশাক কিংবা হাতে তৈরি গয়না। এমন সরঞ্জামাদি নির্বাচন করুন যেগুলো একান্তই আপনার নিজের মনে হয় এবং আপনার পরিচয় বহন করে।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ছবি: ইন্সটাগ্রাম ও পেকজেল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ