সর্বশেষ
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!
জাপানে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’–এ অংশ নিচ্ছেন বাংলাদেশের পাভেল-সুমাইয়া
যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি ও ক্রিকেটার দুর্জয়
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গরমে অতিরিক্ত ঘামছেন, মুক্তি পাবেন যেভাবে

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি ফারুক, সেক্রেটারি আলমগীর

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাংবাদিক এ এইচ এম ফারুককে সভাপতি, মিতায়ন চাকমাকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. আলমগীর হোসেন ভূইয়াকে সদস্যসচিব, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার (২ জুলাই) পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার পাহাড়বাসীদের নিয়ে প্রথমবারের মতো গঠিত এ কমিটিতে বিভিন্ন দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্র’র সম্পাদক অয়ন আহমেদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সৈয়দ ইবনে রহমত, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন, আমিনুল হক, ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আবু সাদিক কায়েম, উজ্জল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, অ্যাডভোকেট আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পা প্রমুখ।

এছাড়াও কমিটিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার ও প্রকৌশলী, সরকারি বেসরকারি চকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এ এইচ এম ফারুকের সভাপতিত্বে গত শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিতি ছিলেন।

সে সময় বক্তারা ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে অনুযায়ী সাংবাদিক এ এইচ এম ফারুককে সভাপতি, মিতায়ন চাকমাকে সিনিয়র সহ-সভাপতি ও মো. আলমগীর হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও গত ২৩ মে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের সিদ্ধান্ত হয়। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন, বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সব পাহাড়বাসীকে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার সদস্য হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত আছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ