চলতি সময়ে জনপ্রিয় ও বহুল আলোচিত টেলিগ্রাম অ্যাপকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে বলে সাইবার বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন।
গবেষকরা ভুয়া বা স্পাইওয়্যার অ্যাপের কার্যকলাপের নাম দিয়েছেন ‘এভিল টেলিগ্রাম’। বিপজ্জনক অ্যাপ হওয়ার পরও গুগল প্লে স্টোরে কীভাবে তালিকাভুক্ত হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ সব অ্যাপ উইঘুর বা বিশেষ শ্রেণির আদলে গুগল প্লে স্টোরের অংশ হয়েছিল, যা চীনের সঙ্গে সংযুক্ত। আসলে অ্যাপগুলো এতটাই মুগ্ধতা ছড়ায় যে তাদের অবিশ্বাস করার সুযোগ থাকে না। প্রকৃত সব অ্যাপ্লিকেশনের তুলনায় আরও বেশি ফিচার দেওয়ার প্রত্যাশা থাকে।
সতর্কতা ভুলে নিত্যনতুন অ্যাপের ওপর নির্ভরশীল না হওয়ায় পরামর্শ অমান্য যারা করেছেন, তারাই আসলে ক্ষতির সম্মুখীন হয়ে ভুক্তভোগী হয়েছেন। না বুঝে হুটহাট ডাউনলোড না করাই শ্রেয়। কিন্তু নিরাপত্তার চাদরাবৃত্ত থেকেও কখনও কখনও বিপজ্জনক ম্যালওয়্যার যুক্ত বা ভুয়া অ্যাপ প্লে স্টোরের সিকিউরিটি সিস্টেমকে তুচ্ছ করে সেখানে অনুপ্রবেশ করে। প্লে স্টোরে ম্যালওয়্যারের প্রবেশের মাঝেমধ্যেই বিচলিত করে।
যে অ্যাপ যতই জনপ্রিয় হোক না কেন, নিজস্ব সিস্টেমের সঙ্গে তার নিরাপত্তা জুড়ে থাকে সব সময়।