বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ২৩ বছর পর মুক্ত পরিবেশে বুধবার (২ জুলাই) বেলা ১১টায় শুরু হয় সম্মেলন। এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বেশ উচ্ছ্বসিত। তবে, রয়েছে উদ্বেগ ও উৎকন্ঠাও।
সম্মেলনকে ঘিরে শহরজুড়ে সাজসাজ রব অবস্থা বিরাজ করছে। গেইট, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। বুধবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে শুরু করেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ সময় বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত। জেলা বিএনপির এ সম্মেলনকে ঘিরে দুই বলয়ের গ্রুপিং এখন প্রকাশ্য হয়ে পড়েছে। বিবাদমান দুই গ্রুপের একটির নেতৃত্বে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অপর বলয়ের নেতৃত্বে আছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি।
এবারের সম্মেলনে আট উপজেলা, পাঁচ পৌর কমিটি ও আহ্বায়ক কমিটিসহ ১৪ ইউনিটের প্রায় দেড় হাজার সদস্য তাদের গোপন ভোটের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। এক আইনজীবী ও দুজন কলেজ শিক্ষকের সমন্বয়ে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। পাঁচজন প্রিজাইডিং ও ১৫ জন পোলিং অফিসার পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন পরিচালনা করবেন।