জনপ্রিয় দুই তারকা অপি করিম ও সাইদুর রহমান পাভেল। প্রথমবারের মতো একইসঙ্গে পর্দা ভাগ করলেন তারা। সম্প্রতি অপি ও পাভেল একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন।
‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’-এর বিজ্ঞাপনচিত্রে পর্দায় আসছেন তারা। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান।
বিজ্ঞাপনটিতে অপি করিমকে দেখা যাবে পাভেলের বসের ভূমিকায়। বিশ্বের ৪০টিরও বেশি দেশে ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’ বিশুদ্ধতা, নিরাপত্তা ও ভবিষ্যতমুখী প্রযুক্তির সমার্থক এক নাম বলে জানান নির্মাতা।
পরিচালক সাগর জাহান বলেন, ‘অপিকে নিয়ে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমি যেকোনো বিজ্ঞাপন করার আগে তার গুনগত মান জানার চেষ্টা করি। আশা করছি, ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’ব্যবহার করে কেউ ঠকবে না।’
অপি করিম বর্তমানে আগের মতো অভিনয়ে নেই। তবে গত কুরবানি ঈদে ‘উৎসব’ সিনেমা দিয়ে দর্শকের সঙ্গে আছেন তিনি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। ফ্যামিলি ড্রামা ঘরানার এই সিনেমায় অপির অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে।