সর্বশেষ
এসএসসির ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে
পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রীর ও সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:গাইবান্ধা-০৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী
জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?

কোন সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যায়, জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক

অনিয়ন্ত্রিত খাবারদাবারে সবচেয়ে ক্ষতি হয় লিভারের। আর অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, মসলা কিংবা মদপান করলে লিভারে ফ্যাট জমতে শুরু করে। সে কারণে লিভারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। সেখান থেকেই বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। সৃষ্টি হয় ফ্যাটি লিভার, লিভার সিরোসিসের মতো রোগ।

এছাড়া নানা ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই লিভার থেকে দূষিত পদার্থ বের করা ভীষণ জরুরি। এজন্য আপনার করণীয় কী। আর লিভার ডিটক্সের জন্যই বা খাবেন কী? সে বিষয়ে পরামর্শ দিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের বিশেষজ্ঞ চিকিৎসক জোসেফ সালহাব।

বর্তমানে ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রেন্ড চালু হয়েছে। কিন্তু ডিটক্স ড্রিংক্স না খেয়েও লিভার থেকে টক্সিন বের করা যায়। এর জন্য কিছু খাবার নিয়মিত খেতে হবে। এ বিষয়ে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. জোসেফ সালহাব বেশ কিছু সবজির কথা উল্লেখ করেছেন, যেগুলো লিভার থেকে টক্সিন বের করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন জেনে নিই কোনো সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যাবে—

সালহাব বলেন, ব্রকোলি, ব্রাসেলস ব্রকোলি, কেল, বাঁধাকপি, বকচই, সর্ষে শাক, ওলকপি, ফুলকপির মতো সবজি খেলে লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আসলে এ ধরনের কপিজাতীয় সবজি লিভারে পুষ্টি প্রদানের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়। এছাড়া এ ধরনের সবজিতে সালফোরাফেন নামের একটি যৌগ রয়েছে, যা লিভার ডিটক্সিফাইয়ের কাজ করে।

তিনি বলেন, আর লিভারের রোগ থেকে বাঁচতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি মদপান থেকে বিরত থাকতে হবে। আর লেবুর রস, তাজা ফল, হলুদ, গোলমরিচের মতো খাবার ও মসলা খেলেও লিভারের সমস্যা থেকে দূরে থাকবেন। আর খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে প্রতিদিন শরীরচর্চা করার কথাও জানান  ডা. জোসেফ সালহাব।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ