সর্বশেষ
বাণিজ্যযুদ্ধের প্রভাব সোনায়, দামে নতুন রেকর্ড
দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, আজই মোদির সঙ্গে বৈঠক
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩
সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায় : আলী রীয়াজ
ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ: নাহিদ
তারল্য সংকটে ব্যাংক খাত, বাজেট ঘাটতি মেটাতে বেকায়দায় সরকার
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার
প্রধান উপদেষ্টার কাতার সফরে জনশক্তি রপ্তানি ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট না করার সুপারিশ
কানাডায় এক দিনে রেকর্ড ২০ লাখ আগাম ভোট
সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা

মখমলি, মসৃণ চুল চাই? বাড়িতে মাত্র ২ মিনিটে বানিয়ে নিন এই ম্যাজিক তেল

অনলাইন ডেস্ক

বর্ষাকাল এলেই বাড়ে চুল পড়ার সমস্যা। মরসুমে স্যাঁতসেঁতে পরিবেশে স্ক্যাল্পে বাসা বাঁধে নানাবিধ সংক্রমণ। বাড়ে খুশকি। তাই বর্ষা এলেই শুরু হয় অঝোরে চুল পড়া। সময় মতো সচেতন না হলে কিন্তু মুশকিল। অকালেও ঝরে যেতে মাথার সব চুল।

ঘন-কালো চুল পেতে অনেকেই নিয়মিত চুলে তেল মাসাজ করেন। নারকেল তেল, অলিভ অয়েল, বা আমন্ড অয়েল যার যেটা পছন্দ। তবে সেই সব তেলের কার্যকারীতা বাড়াতে চাইলে কিন্তু মেশাতে কয়েকটি বীজ।

বিশেষ এই তেল বাড়িতেই বানিয়ে নিতে পারেন আপনি। এতে থাকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার চুলের পুষ্টিগুণ বাড়িয়ে তোলে। স্ক্যাল্পের স্বাস্থ্যও ভালো রাখে। চুলের গোড়া হয় মজবুত। আবার নতুন চুলও গজায়।

এই তেল বানাতে প্রয়োজন ২ টেবিল চামচ কুমড়ো বীজের তেল, ১ চা চামচ ভিটামিন ই অয়েল ১ টেবিল চামচ তিসি বীজ এবং কালো জিরের তেল। মনে হলে পাঁচ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। আর লাগবে।

একটি কাঁচের শিশিতে একে একে কুমড়োর বীজ, ভিটামিন ই অয়েল, তিসি বীজ ও কালো জিরের তেল মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাতে পাঁচ ফোঁটা রোজমেরি অয়েল দিয়ে দিন। এবার সব উপাদান মেশানো হয়ে গেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই প্রস্তুত আপনার ম্যাজিক তেল।

কীভাবে লাগাবেন? হাতের তালুতে কয়েক ফোঁটা এই তেল নিয়ে, আঙুলের ডগা দিয়ে সেই তেল স্ক্যাল্পে হালকা করে মাসাজ করুন। ৫-১০ মিনিট মাসাজ করতে হবে। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে। অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে যাবে হেয়ার ফলিকলে। ফলে চুলের গোড়া শক্ত হবে।

চুলে তেল মেখে রাখার ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিলেই হবে। সপ্তাহে ১-২ দিন এই তেল মালিশ করুন। তাতেই সুফল পাবেন। এই তেলে আছে জিঙ্ক, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হেয়ার ফলিকলকে মজবুত করে। তিসি বীজের তেলে আছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা ইনফেকশন এবং প্রদাহ কমিয়ে, স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল রাখে।

অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণে ঠাসা কালো জিরের তেল খুশকি কমায়। রোজমেরি তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য় করে। আর ভিটামিনের ই তেল চুলকে করে তোলে মখমলের মতো মসৃণ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ