সর্বশেষ
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর
সুফল পেতে ফ্যাসিস্টমুক্ত আদালত করতে হবে: সালাহউদ্দিন
‘মালয়েশিয়াতে ৩৬ বাংলাদেশিকে সন্ত্রাসী হিসেবে আটকের ব্যাপারে তথ্য চেয়েছে বাংলাদেশ’
শীর্ষ সন্ত্রাসীদের রাষ্ট্রপতি ক্ষমা করেছেন, ভবিষ্যতে যেন ছাড় না পায়: ডা. তাহের
এসএসসির ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে
পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রীর ও সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:গাইবান্ধা-০৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী
জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে

গরমে অতিরিক্ত ঘামছেন, মুক্তি পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক

গরমকাল মানেই ঘাম, তবে অনেকের ক্ষেত্রে ঘাম যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ায় ঘাম হওয়া স্বাভাবিক হলেও, কেউ কেউ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘামে—যা কখনো কখনো অস্বস্তিকর পরিস্থিতিরও জন্ম দেয়। শরীরে কোনো বড় রোগ না থাকলেও স্নায়ুগ্রন্থির অতিরিক্ত উত্তেজনার কারণে এমন ঘাম হতে পারে। পাশাপাশি ডায়াবেটিস, থাইরয়েড, মেনোপজ বা মানসিক চাপের মতো কারণেও অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিতে পারে। তাই সময়মতো সচেতন হওয়া জরুরি।

ভ্যাপসা গরমে ত্বকের স্বস্তির জন্য পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সিনথেটিক কাপড় ত্বকের জন্য স্বাচ্ছন্দ্য নয়, ঘাম বেশি শুষে নেয়; যা আপনাকে শুধু অস্বস্তিতেই ফেলে না, বগলকে আরও ঘর্মাক্ত করে। তাই এ সময় সুতির কাপড় পরুন এবং ঢিলেঢালা পোশাক পরা উচিত। তাহলে আপনি কম ঘর্মাক্ত হবেন।

গরমে প্রচুর পানি পান করা দরকার। এটি শরীরকে শীতল রাখে এবং এভাবে শরীর থেকে ঘাম বের হওয়া রোধ করে। সব সময় সঙ্গে পানির বোতল রাখুন এবং প্রতিদিন অন্তত তিন-চার লিটার পানি পান করুন।

অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে মেথি ভেজানো পানি খেতে পারেন। এক চা চামচ মেথি এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে, পরদিন সকালে উঠে সেই পানি ছেঁকে খালি পেটে পান করুন। এতে অতিরিক্ত ঘামসহ আরও অনেক সমস্যা দূর হবে।

চন্দন ত্বকের যত্নে অনেকভাবে উপকারি। সেই সঙ্গে অতিরিক্ত ঘামের সমস্যা কমাতেও কাজ করে চন্দন। চন্দন বেটে নিয়ে শরীরের যে স্থানে ঘাম বেশি হয়, সেখানে লাগিয়ে রাখুন আধা ঘণ্টার মতো। এতে অতিরিক্ত ঘামের সমস্যা অনেকটাই কমে আসবে।

অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে চন্দন, আমলকির গুঁড়া এবং গোলাপ পানির মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি ভালোভাবে গায়ে লাগিয়ে রাখুন, মিনিট বিশেক পর ধুয়ে ফেলুন।

১. রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিটুকু খেয়ে নিন।

২. খুব বেশি গরম খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৩. তিতা এবং মিষ্টি জাতীয় খাবার সম্ভব হলে একটু বেশি খাবেন। এতে ঘাম কম হবে।

৪. অতিরিক্ত ঝাল ও টক জাতীয় খাবার খাওয়া কম খাবেন। এর বদলে অল্প তেল-মসলায় তৈরি খাবার খান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ