পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সময়সূচি চূড়ান্ত করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যমগুলো।
সূত্রের বরাতে জানানো হয়েছে, আগামী বছর এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হবে পিএসএলের ১১তম আসর। পাকিস্তানের বিভিন্ন শহরে আরও বেশি ম্যাচ আয়োজনের জন্য ভেন্যুর সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
এও জানানো হয়েছে, আগের মতো ডিসেম্বর-জানুয়ারির উইন্ডো বাতিল করা হয়েছে, যাতে নতুন দুটি দল অন্তর্ভুক্ত করা যায় আগামী মৌসুমে।
পিএসএলের গত আসর চলাকালে ফ্র্যাঞ্চাইজি মালিকরা পিচের খারাপ অবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই অভিযোগ গুরুত্বসহকারে গ্রহণ করে পিচ মান উন্নয়নে কাজ শুরু করেছে ম্যানেজমেন্ট।
এছাড়াও, দুই নতুন দলের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পিএসএল কর্তৃপক্ষ।