সর্বশেষ
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল কীভাবে লাগাবেন? 
লটকনের পুষ্টিগুণ
মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরা
দুধ বা দুধের তৈরি খাবার খেলেই সমস্যা হয়?
ফিউশনওয়্যারে জুড়ি নেই তানজিন তিশার, দেখে নিন আকর্ষণীয় ১০ লুক
রক্তে অতিরিক্ত চর্বির কারণ ও প্রতিকার
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়

ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন: মিমি

বিনোদন ডেস্ক

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা ভারত। কর্মস্থলে নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম নারীদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়া। এই প্রসঙ্গেই চলছে আলোচনা-সমালোচনা।

নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে নারীদের নিরাপত্তা বিষয়ে মূলত ১০টি এবং অতিরিক্ত সাতটি অর্থাৎ মোট ১৭টি পদক্ষেপের কথা জানান।

তিনি জানিয়েছেন, যত দূর সম্ভব নারীদের রাতের শিফ্‌ট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে।

এর পরেই অভিনেত্রী মিমি চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন।  প্রাক্তন সংসদ সদস্য লিখেছেন, “মেয়েকে নয়, ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। তা হলেই নিরাপত্তা বজায় থাকবে। ”

এদিকে মিমির এই বক্তব্যে সমর্থন দিয়েছেন আরেক অভিনেত্রী রাইমা সেন।

এছাড়াও ওয়ি বার্তায় তিনি উল্লেখ করেন,’মেয়েটি ধর্ষিতা’র বদলে ‘সে (পুরুষ) তাকে ধর্ষণ করেছে’ বলা হোক। ‘মেয়েকে সামলান’ বলার বদলে ‘ছেলেকে শিক্ষিত করুন”- এই মনোভব তৈরির কথা বলেছেন এই অভিনেত্রী।

সবশেষে তিনি, “মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন, কারণ, রাতে বাইরে থাকা তার জন্য নিরাপদ নয়” এর বদলে, “ছেলেকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলুন, তা হলেই নিরাপত্তা বজায় থাকবে,” এমন বার্তা দেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মিমির এই বার্তা রাইমা শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

এর আগেও আরজি কর-কাণ্ড নিয়ে সমাজিক মাধ্যমে সরব হয়েছিলেন মিমি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছিলেন, “বিষয়টি ক্ষমার অযোগ্য, তোমার পাশে আছি। ” সূত্র: আনন্দবাজার 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ