ভারতীয় তারকা অভিনেত্রী অনন্যা পান্ডেকে চিনলেও অনেকেই কিন্তু তাঁর বোনকে চেনেন না। রূপে–গুণে তিনি কিন্তু দশে দশ। তাঁর নাম অ্যালানা পান্ডে। ২৯ বছর বয়সী এই সুন্দরী একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। অভিনেতা চাঙ্কি পান্ডেরই আপন ভাই চিক্কি পান্ডের বড় মেয়ে তিনি। অনন্যার এই চাচাতো বোন ইতিমধ্যেই ফ্যাশন এবং সৌন্দর্যশিল্পে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামে তাঁর মোহ ধরানো স্টাইলিশ ছবিগুলো দেখে কারও চোখই সরবে না। সেখান থেকে নির্বাচিত কিছু লুক দেখে নেওয়া যাক।
স্ট্রেপলেস ড্রেসের সঙ্গে পার্লকোর থিমে সেজেছে অ্যালানা। কান, গলা আর হাতে পরেছেন মুক্তার জুয়েলারি
ওয়ান শোল্ডার মিনি পোশাকে মোহময়ী আমেজে পোজ দিয়েছেন তিনি
চাচাতো বোন অনন্যা পান্ডের সঙ্গে সাদা স্লিট গাউনে হাস্যোজ্জ্বল অ্যালানা
শিমারি সিলভার কো অর্ড সেটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। ওপরে পরেছেন স্ট্রেপলেস টপ আর নিচে স্ট্রাকচারড সাইড স্লিট বটম
পরীর সাজে ধরা দিয়েছেন অ্যালানা
এথনিক সাজপোশাকে অন্য রকম সুন্দর লাগছে তাঁকে। ভারী কাজের লেহেঙ্গা আর জুয়েলারির সঙ্গে সেজেছেন একদম মিনিমাল মেকআপে
সম্প্রতি ২৯ বছরের জন্মদিনে তিনি বেছে নিয়েছেন স্ট্রেপলেস আর কোরসেট মিনি গোলাপি ড্রেস
সাদা মিনি ফ্লোরাল ড্রেস, হাতে সাদা গ্লাভস আর হাফডান হেয়ারস্টাইল করেছেন তিনি এই লুকে। সঙ্গে পরেছেন মুক্তার জুয়েলারি
ওয়ান শোল্ডার কাটআউট মিনি ড্রেসে আবেদন ছড়াচ্ছেন যেন
বার্বিকোর ফ্যাশনে অ্যালানা। আউটফিট থেকে শুরু করে ব্যাগ, কানের দুল এমনকি মেকআপেও রয়েছে গোলাপির আধিপত্য
অল হোয়াইট লুকে স্টাইলিশ অ্যালানা
এই লুকে সাদা কোরসেট মিনি ড্রেসে ‘সামার ভাইব’ ফুটে উঠেছে যেন