সরকার ১২ অক্টোবর থেকে দেশের সব শিশু–কিশোরদের জন্য শুরু করতে যাচ্ছে টাইফয়েড টিকা কর্মসূচি, যার আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু বিনামূল্যে এই টিকা পাবে।
এই টিকা শিশুকে টাইফয়েড থেকে ৩-৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে, তবে টিকা নেওয়ার জন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। এই রেজিস্ট্রেশন করা খুবই সহজ—আপনার নিজের মোবাইল ফোন থেকেই মাত্র কয়েক মিনিটে সম্পন্ন করা যায়!
চলুন জেনে নিই, ঠিক কীভাবে মোবাইল দিয়েই টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন ধাপে ধাপে।
১. ওয়েবসাইটে যান
ব্রাউজারে গিয়ে এই লিংকে প্রবেশ করুন : (https://vaxepi.gov.bd/registration/tcv)
২. শিশুর তথ্য দিন
– জন্মতারিখ দিন (দিন/মাস/বছর)
– জন্ম নিবন্ধনের নম্বর (১৭ অঙ্কের)
– লিঙ্গ নির্বাচন করুন (ছেলে/মেয়ে)
– ক্যাপচা কোড বসিয়ে যাচাই করুন
৩. যোগাযোগের তথ্য দিন
– বাবা/মায়ের মোবাইল নম্বর
– ইমেইল (যদি থাকে)
– পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক)
– বর্তমান ঠিকানা
সব তথ্য দিয়ে ‘সাবমিট’ চাপুন।
৪. ওটিপি দিয়ে নিশ্চিত করুন
আপনার মোবাইলে একটি ওটিপি (One Time Password) আসবে। সেটি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করুন।
৫. টিকা নির্বাচন করুন
টাইফয়েড টিকা সিলেক্ট করুন
বেছে নিন
– স্কুলে পড়ুয়া (নবম শ্রেণি পর্যন্ত)
– স্কুলবহির্ভূত (৯ মাস থেকে ১৫ বছর বয়সী)
৬. ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন
রেজিস্ট্রেশন শেষ হলে একটি টিকা কার্ড পাবেন। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। টিকা দেওয়ার সময় এটি অবশ্যই সঙ্গে আনতে হবে।
টিকাদান কর্মসূচির সময়সীমা
– প্রথম ১০ দিন : স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে
– পরবর্তী ৮ দিন : যারা স্কুলে পায়নি, তারা নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে নিতে পারবে
মনে রাখবেন
– এটা একটি বিনামূল্যের সরকারিভাবে পরিচালিত টিকাদান কর্মসূচি
– শুধু একবারই টিকা নিতে হবে
– মোবাইল বা কম্পিউটার দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে
সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য আজই রেজিস্ট্রেশন করে নিন।