নেপালে চলমান রাজনৈতিক সংকট ও কারফিউ পরিস্থিতির মধ্যে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রওনা দেয় জামাল ভুইয়াদের বহনকারী বিমানটি। একই ফ্লাইটে দেশে ফিরছেন নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।
এর আগে নেপালে সামাজিক অসন্তোষ, দুর্নীতির বিরুদ্ধে গণ-আন্দোলন এবং সরকারের পতনের ঘটনায় ৯ সেপ্টেম্বর থেকে দেশটির সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় কারফিউ জারি করা হয়, যার প্রভাব পড়ে বাংলাদেশ দলের ওপরও।
ফুটবলাররা গত দুই দিন হোটেলবন্দি ছিলেন। এমনকি তাদের অবস্থান করা টিম হোটেলের আশেপাশেও সহিংসতার ঘটনা ঘটে। তবে হোটেলে থেকেই নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা চালিয়ে যান খেলোয়াড়রা।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমান বাহিনীর ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফিফা উইন্ডোর আওতায় দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়।
দেশে ফিরে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতিতে নামবে দল। হংকংয়ের বিপক্ষে দুই লেগের ম্যাচে প্রথমটি হবে ঢাকায় ৯ অক্টোবর, দ্বিতীয়টি হংকংয়ে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।