সান্তিয়াগো বার্নাব্যুতে আজ প্রথম নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর জন্যই বার্নাব্যুতে স্পেশাল কিছু চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় রাত ৯টায় লা লিগায় রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে রিয়াল। ঘরের মাঠে আজ মৌসুমে প্রথমবারের মতো নামতে যাচ্ছে রিয়ালও। তাই বার্নাব্যুতে আজ দর্শকদের ঢল নামতে পারে।
রিয়ালের পক্ষে খেলতে নেমেই প্রথম ইউরোপিয়ান শিরোপার স্বাদ পেয়ে গিয়েছিলেন এমবাপ্পে। ওয়ারশতে আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে তিনি গোলও পেয়েছিলেন। তবে পরের ম্যাচে লা লিগা অভিষেকে উল্টো রূপটাও দেখেছেন ফরাসি তারকা। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া সে ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন তিনি।
কিন্তু বার্নাব্যুতে আজ তিনি জ্বলে উঠবেন বলেই প্রত্যাশা আনচেলত্তির, ‘রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবারের মতো বার্নাব্যুতে খেলতে নামছে, আমার মনে হয় এমবাপ্পের জন্য ভীষণ সুন্দর একটি দিন হতে যাচ্ছে। ক্লাবের সমর্থকরা তাঁর জন্য ভীষণ রোমাঞ্চিত। সে যে মাপের খেলোয়াড়, দারুণ একটা কিছু হবে বলেই আমার প্রত্যাশা। আশা করছি, সমর্থকরা দারুণ উপভোগ্য একটি ম্যাচ পেতে যাচ্ছে।’
তবে এই ম্যাচের আগে রিয়াল ভক্তদের জন্য দুঃসংবাদও রয়েছে। মাঝমাঠে ভরসা হয়ে ওঠা রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম গত শুক্রবার অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন। বাঁ পায়ের মাংসপেশির এ চোটে এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তাই আজ ভায়াদোলিদের বিপক্ষে এমবাপ্পে, ভিনিসিয়ুসের সঙ্গে রদ্রিগো নামবেন।