রাধা-কৃষ্ণের অমর প্রেমগাথার ভাঁজে ভাঁজে যে অমৃতধারা আছে,তাতে মজে থাকেন প্রেমিক-প্রেমিকারা যুগ যুগ ধরে। শর্তহীন আর অপরিসীম ভালোবাসার প্রতীক রাধাকে কল্পনা করেন অনেকেই অনেকভাবে। বহু চিত্রশিল্পী বিভিন্ন সময় এঁকেছেন এই প্রেমপিয়াসী আর শক্তিময়ী নারীকে। নিজেকে অর্পন করেও যে জয়ী হওয়া যায় ভালোবাসার দ্বৈরথে, রাধার আখ্যানে সে প্রমাণ মেলে। রাধা-কৃষ্ণের কাহিনী আর অপরূপা রাধার রূপের সাতকাহন নিয়ে গান,গল্প বা কবিতার শেষ নেই। নিজের অন্তরের সৌন্দর্যে উদ্ভাসিত এই হৃদয়েশ্বরীকে নতুন যুগে কল্পনা করে তাঁকে মনের মতো করে সাজিয়েছেন ভারতের বিখ্যাত বিলাসবহুল ফ্যাশন লেবেল তোরানি অফিসিয়াল-এর প্রধান ডিজাইনার ও কর্ণধার করণ তোরানি। আর এজন্য তিনি এমন একজনকে বেছে নিয়েছেন, যিনি প্রাকৃতিক সৌন্দর্য আর সহজাত আবেদনে ভরপুর। বলিউড ও দক্ষিণ ভারত মাতানো অভিনেত্রী তামান্না ভাটিয়ার চেয়ে মনে হয় আর কাউকেই নতুন যুগের রাধা রূপে এতটা মানাতো না। জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের জন্মদিন উপলক্ষে তোরানি অফিসিয়াল-এর নান্দনিক আর অত্যন্ত সুন্দরভাবে চিত্রায়িত থিমেটিক ফটোশ্যুটের ছবিগুলো সেকথায় জোরালো সায় দিচ্ছে। চলুন এবারে তোরানি অফিসিয়াল আর তামান্না ভাটিয়ার কোল্যাবরেশনের এই চোখ জুড়ানো লুকগুলো দেখে নিই।
কারুকাজ করা পীচরঙা দোপাট্টা পরেছেন তামান্না বেগুনি চোলির সঙ্গে। খোলা চুলে খুব পারিপাট্য নেই। রয়েছে ম্যাচিং দুল ও টিকলি।
নজরকাড়া পায়ের গয়নার পাশে পদ্মফুল মনে করিয়ে দিচ্ছে রাধার পদযুগলকে
পদ্মপুকুরের পাড়ে আনমনে এলোচুলে রাধার রূপে তামান্না
রাধার লোটাস ফিটের রূপায়ন ঘটেছে তামান্নার এই লুকে
কমলচিত্র আঁকা পায়ের পাতার মোহনীয় লুক
অরগাঞ্জা শাড়িতে জারদৌসী, দোরিয়া আর ডবকার কাজ করা। পাড় খুবই জমকালো
কৃষ্ণের প্রতীক ময়ূরের পালক এই লুকে যোগ করেছে অন্য মাত্রা।
এখানে তোরানির এক্সক্লুসিভ গুলখায়রা কেশবী চোলি পরেছেন তামান্না
দেবী বলি আর বিয়ের কনে, ফুলের গয়না আর চন্দনচর্চায় রাধা রূপে মোহনীয় লাগছে এই অভিনেত্রীকে
টিল আর ম্যাজেন্টার নজরকাড়া কম্বিনেশনের এই লেহেঙ্গায় আলাদা শয়ার ফেব্রিকের সোনালি স্টোল আছে। ময়ূরের পালকের পাখা জানান দিচ্ছে রাধার কৃষ্ণভক্তির
পদ্মকলি হাতে এই অভিনেত্রী পরেছেন জমকালো লাল অরগাঞ্জার লেহেঙ্গা। এখানে অবশ্য অন্যান্য কাজের সঙ্গে বদলা ঘরানার কারুকাজ আছে।
হালকা সাজ আর জমকালো লেহেঙ্গার লুক এমনিতেও তামান্নার সিগনেচার বলা যায়। সঙ্গে রয়েছে সাবেকি ঘরানার গয়নার সমারোহ
মুক্তা আর দোরিয়ার কাজ করা সিল্কের প্যাস্টেল শেডের এই গোলাপি-ফিরোজা লেহেঙ্গায় তামান্না চোখ জুড়াচ্ছেন নতুন দিনের রাধার সাজে
ছবি: তামান্না ভাটিয়ার ইন্সটাগ্রাম