সর্বশেষ
সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আবারও কেন বিক্ষোভে ফেটে পড়ল পাকিস্তানশাসিত কাশ্মীর?
যে মেলায় মেলে পছন্দের জীবনসঙ্গী
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য: হাসনাত আব্দুল্লাহ
ময়মনসিংহ বিভাগে তরুণদের মধ্যে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
বাচ্চা নিয়ে সেঞ্চুরি করতে চান পরীমনি!
৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত
১ পেনাল্টি নিতে হলো ৩ বার, ৩ বারই ‘সেভ’ দিয়ে দলকে জেতালেন তিনি
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ফের সবজির বাড়তি দাম, নাকাল ভোক্তা
জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান
খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
টানা ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

অনলাইন ডেস্ক

খোলামেলা মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেমুনা কুদ্দুস। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে তিনি বিস্ফোরক দাবি তুলেছেন, ‘পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় লাহোরেই সমকামিতার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে বিনোদন জগতে।’ তার এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিনোদন মহলে।

প্রকাশিত সেই পডকাস্টে অভিনেত্রী মেমুনা বলেন, ‘করাচিতেও সমকামিতা রয়েছে, তবে লাহোরে এটি অনেক বেশি প্রকাশ্যে ঘটে থাকে। সেখানে খোলামেলা পার্টি হয় এবং এসব কার্যকলাপ প্রকাশ্যে ঘটে। এমন ব্যক্তিগত বিষয়গুলো গোপনে সীমাবদ্ধ থাকা উচিত, প্রকাশ্যে আলোচনা বা প্রদর্শনের বিষয় এটি নয়।’

লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রি অধিক ‘নোংরা’ বলে মন্তব্য করেন মেমুনা। তিনি বলেন, ‘লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক ‘ময়লা’ রয়েছে। সেখানকার মানুষ নৈতিক বিচারে অনেক বেশি দুর্বল। লাহোরে অনেক মানুষ রয়েছেন, যারা প্রকৃতপক্ষে ধনী নন, তারপরও তারা নিজেদের লাখপতি বা কোটিপতি হিসেবে উপস্থাপন করেন এবং অন্যদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করেন।’

করাচিকে ব্যঙ্গাত্মকভাবে পেশাদার শহর হিসেবে উল্লেখ করেন মেমুনা। এ অভিনেত্রী বলেন, ‘করাচির মানুষ অত্যন্ত পেশাদার। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও তাদের মধ্যে ব্যবসায়িক মনোভাব দেখা যায়।’

খানিকটা ব্যাখ্যা করে মেমুনা বলেন, ‘করাচিতে সম্পর্কগুলো অনেক সময় চুক্তির মতো হয়। যেখানে প্রত্যাশাগুলো স্পষ্ট থাকে যেমন, সেখানে বিনিময়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। মেয়েটি যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ব্যাপারটা সেখানেই শেষ।‘

মেমুনার এসব বক্তব্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি একই পডকাস্টে শিয়া সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন মেমুনা। বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন মেমুনা ও চ্যানেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেন মেমুনা কুদ্দুস। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরিচালনা, চিত্রনাট্য রচনা, ভিডিও এডিটিং বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। করাচিতে পাড়ি জমানোর আগে পাকিস্তান টেলিভিশনে ইন্টার্ন করেন তিনি। ২০১৬ সালে মডেলিং শুরু করেন।

এরপর ২০১৭ সালে অভিনেতা আইজাজ আসলাম তার ‘চাইয়ে থোড়া প্যায়ার’ নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। এ প্রস্তাব গ্রহণ করেন মেমুনা। নাটকটিতে ‘সাবা’ চরিত্র রূপায়ণ করেন। এরপর অভিনেত্রী জাভেরিয়া সৌদ তাকে ‘মোহাব্বত জিন্দেগি’ ধারাবাহিকে কাস্ট করেন।

এ নাটকেও ‘সাবা’ চরিত্রে অভিনয় করেন তিনি। নাটকটি প্রচারের পর ইতিবাচক সাড়া ফেলেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ