সর্বশেষ
সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আবারও কেন বিক্ষোভে ফেটে পড়ল পাকিস্তানশাসিত কাশ্মীর?
যে মেলায় মেলে পছন্দের জীবনসঙ্গী
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য: হাসনাত আব্দুল্লাহ
ময়মনসিংহ বিভাগে তরুণদের মধ্যে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
বাচ্চা নিয়ে সেঞ্চুরি করতে চান পরীমনি!
৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত
১ পেনাল্টি নিতে হলো ৩ বার, ৩ বারই ‘সেভ’ দিয়ে দলকে জেতালেন তিনি
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ফের সবজির বাড়তি দাম, নাকাল ভোক্তা
জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান
খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
টানা ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান

অনলাইন ডেস্ক

বলিউড বক্স অফিসে নতুন করে ঝড় তুলতে আসছে তারকা জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। বহুল আলোচিত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ অবশেষে গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নির্মিত এ ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আর সেই উন্মাদনা ছড়িয়ে দিতে মুক্তির পর থেকেই জাহ্নবী-বরুণ ব্যস্ত রয়েছেন টানা প্রচার অভিযানে।

সম্প্রতি সিনেমা নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী-বরুণ। এ আলাপচারিতায় তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমিয়েছেন তারা।

স্মৃতিচারণ করে বরুণ বলেন, ‘আমরা প্যারিসে যাচ্ছিলাম। কারণ ‘বাওয়াল’ সিনেমার শুটিং দেশটির নরম্যান্ডিতে হচ্ছিল। আমরা একটি লাউঞ্জে ছিলাম; যেখানে সোফায় ঘুমানোর মতো জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। যারা সোফায় ঘুমাচ্ছিলেন, কিছুক্ষণ পর তারা উঠে যান, আর তখন আমি মেঝে থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু জাহ্নবী তখনো মেঝেতে ঘুমাচ্ছিল।’

জাহ্নবীকে না ডাকার কারণ ব্যাখ্যা করে বরুণ ধাওয়ান জানান, জাহ্নবী জেগে উঠে দেখেন বরুণ সোফায় ঘুমাচ্ছে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। এ বিষয়ে বরুণ বলেন, ‘আমি যদি জাহ্নবীকে জাগাতাম, তাহলে সে বলত, আমার ঘুম কেন ভাঙালে।’

আরেকটি গোপন তথ্য ফাঁস করে বরুণ বলেন, ‘বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল। এ কথা শুনে জাহ্নবী বলেন, এটা ঠিক না। তখন অভিনেতা বরুণ বলেন, আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।’ ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ সিনেমায় বরুণ-জাহ্নবীর পাশাপাশি আরও অভিনয় করেছেন, রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা, মনিষ পালসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ