ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাবার নাম আব্দুল খালেক।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্বগোলাবাড়ি গ্রামে (বাগিয়ার টেক) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে বাড়ির পাশের বিলে রফিকুল মাছ ধরতে গিয়েছিলেন। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ব্রজপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।