সর্বশেষ
 অনুপমের বন্ধুত্বের উষ্ণ স্বীকৃতি পেলেন জিৎ
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
রান্নায় মরিচ বেশি হলে যা করবেন
আজ শাহবাগ অবরোধে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা
ইচ্ছা করে কেউ খারাপ খেলে না: মিরাজ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
গ্ল্যামারাস মেকওভারে রুনা খানের নজরকাড়া ব্রাইডাল লুক
আশা জাগিয়েও হংকংয়ে ড্র করলো বাংলাদেশ
রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা
হজ নিবন্ধনের সময় বাড়ল
মার্কিন বিজ্ঞানীর উদ্ভাবন, স্টিলের চেয়ে ১০ গুণ শক্ত এই কাঠ
মিরপুরের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬

মিরপুরের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস জানায়, সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গার্মেন্টস ভবনে সবগুলো মরদেহ পাওয়া গেছে। রাসায়নিক গুদামের আগুন নেভানোর কাজ চলছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ‘আনোয়ার ফ্যাশন’ নামের ওই পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে আগুন লাগে। পোশাক কারখানাটি চারতলা ভবনে, আর রাসায়নিক গুদাম টিনশেড ঘরে।

বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে কার্যক্রম করছি।’

তিনি জানান, পাটি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

আগুনে নেভানোর চেষ্টার মধ্যে বিকেল সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম ৯ মরদেহ উদ্ধারের কথা জানান। এরপর সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে জানো হয়, মৃত্যের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।

বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় করছেন। অনেকে ছবি হাতে নিয়ে তাদের স্বজনকে খুঁজছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তিনতলা পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন লাগে। সেই আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন তিনতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ