সর্বশেষ
গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে, তা ঠিক করবে ইসরায়েল : নেতানিয়াহু
পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কোথায়, জানালো কারা অধিদপ্তর
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি মার্কা
প্রতিহিংসার রাজনীতির পরিহার করতে হবে: আমীর খসরু
সমাজমাধ্যমে অপপ্রচার, ৫০ কোটি টাকার মানহানি মামলা বিএনপি নেতার
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক
মেট্রোরেলে দুর্ঘটনার পর আলোচনায় ‘বিয়ারিং প্যাড’: কী এটি, কেন এত গুরুত্বপূর্ণ
দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার
মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, চাকরির আশ্বাস
একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

সমাজমাধ্যমে অপপ্রচার, ৫০ কোটি টাকার মানহানি মামলা বিএনপি নেতার

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা  করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

রোববার (২৬ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ  মামলাটির আবেদন করেন তিনি।

আদালতের বিচারক রাকিবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন। দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শওকত হোসেন সরকার।

ব্রিফিংয়ে শওকত হোসেন সরকার উল্লেখ করেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিকভাবে তাকে ঘায়েল করার জন্যই এই কুৎসা রটানো হয়েছে। তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ওমরা পালন শেষে দেশে ফেরার পর জানতে পারেন, ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে ১০ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে তার চরিত্রহননের উদ্দেশ্যে অসত্য ও একপেশে তথ্য উপস্থাপন করা হয়েছে।

শওকত সরকার বলেন, ‘প্রতিবেদনে যার বক্তব্য তুলে ধরা হয়েছে, তিনি আফজাল হোসেন নামের এক ব্যক্তি। ভিডিওতে দেখা গেছে, আফজাল হোসেন আমাকে টাকা দিচ্ছেন। টাকা দিচ্ছেন এটি সত্য। তবে ওই টাকা কোনো চাঁদাবাজির নয়, বরং গাড়ি বিক্রির টাকা।’

তিনি জানান, ২০২৪ সালের ২৮ জুলাই আফজাল হোসেন তার ছেলের প্রতিষ্ঠান ‘এসএস কার সাম্রাজ্য’ থেকে একটি নোয়া স্কয়ার গাড়ি ক্রয় করেন। ৪০ লাখ টাকার ওই গাড়ি ১০ লাখ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয়। পরে তিনি ব্যাংক ঋণ নিয়ে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করেন। কিন্তু আফজাল হোসেন সেই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি দাবি করেন, আফজাল হোসেন অতীতে নিজেকে গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। জুলাই আন্দোলনের পর তিনি ভোল বদলে বিলুপ্ত ‘জিয়া মঞ্চ’-এর নেতা দাবি করছেন। আসলে তিনি সবসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় রাজনীতি করেছেন।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের কারণে তিনি সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে হেয় ও সম্মানহানির শিকার হয়েছেন। এ কারণে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যম তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন।

কাশিমপুর জমিদার বাড়ি দখলের অভিযোগ প্রসঙ্গে শওকত সরকার বলেন, ‘এই অভিযোগও মিথ্যা। ২০০৫ সালে আমি ওই বাড়ির অর্ধেক অংশ ক্রয় করি। ২০২৩ সালে আদালতের নিষেধাজ্ঞায় সরকারপক্ষ সেখানে প্রবেশ করতে পারেনি। নতুন বিএস জরিপে আমার নাম অন্তর্ভূক্ত হয়েছে। ওই জমির আমি আইনানুগ মালিক।’

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে আমার বিরুদ্ধে ৪২টি মিথ্যা মামলা দেওয়া হয়। আমি কারাভোগ করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে এক বিন্দু পিছু হটিনি।  আজও সেই পথেই আছি।’

ব্রিফিংকালে শওকত হোসেন সরকারের আইনজীবী আব্দুস সালামসহ মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ