১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। সেই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডনসহ ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এর মধ্যে গ্রেফতারের মাঝে ব্যান্ড তারকা প্রয়াত আইয়ুব বাচ্চুর গান গেয়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন ঢালিউডের খল-অভিনেতা আশরাফুল হক ডন।
আদালতের নির্দেশে মামলার সব আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর থেকেই আবারও ডনের নাম ঘুরছে আলোচনার কেন্দ্রে। দ্রুতই আসামিদের গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হতে পারে। ইমিগ্রেশন পুলিশকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন— ডন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে সেই গুজব উড়িয়ে দিয়েছেন খল-অভিনেতা নিজেই। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ডন জানিয়েছেন, পালানোর প্রশ্নই আসে না। প্রয়োজনে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন।
তবে তার এই আত্মসমর্পণের ঘোষণার চেয়েও বেশি আলোচনায় এসেছে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর একটি গান। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ডনের গাওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’।
একটি ভিডিওতে দেখা গেছে, ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে গেছে। এক নেটিজেন লিখেছেন— খলনায়ক হয়েও কণ্ঠে দারুণ মাধুর্য। আরেক নেটিজেন লিখেছেন—গানটা শুনে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।
ডনের কণ্ঠে গান শুনে প্রশংসার পাশাপাশি নেটিজেনরা সমালোচনাও করেছেন। ‘সালমান শাহের খুনি’ আখ্যা দিয়ে দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যাওয়া সালমান শাহের মৃত্যু আত্মহত্যা বলে জানিয়েছিল পিবিআই। এর আগে এ ঘটনায় পিবিআই বলেছিল— হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি দাবি করে ২০২১ সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। সম্প্রতি সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত।









