সর্বশেষ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
পারমাণবিক শক্তির কারণে পাকিস্তানে হামলা সহজ হবে না: মরিয়ম নওয়াজ
শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ
খুনি হাসিনা ও আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না: সারজিস
দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
খালেদা জিয়া ফিরছেন মে’র প্রথম সপ্তাহেই, শিগগিরই ফিরবেন তারেক রহমান
জয়-পুতুল-রেহানা-রাদওয়ান-আজমিনার সম্পত্তি ক্রোকের নির্দেশ
টাকা উপার্জনের জন্য দেশ ছেড়েছিলেন পিয়া বিপাশা, এখন কেমন আছেন
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি  সরকারকে কঠোর হুঁশিয়ারি ধর্মভিত্তিক দলগুলোর
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৬০০ সেনা নিহত
দুই হাজার পর্বে বিশেষ অতিথি অপি করিম
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

পদত্যাগে প্রস্তুত ইসি সদস্যরা, আসছেন সাংবাদিকদের সামনে

অনলাইন ডেস্ক

পদত্যাগের আলোচনার মধ্যে সাংবাদিকদের সামনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তাঁরা বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান সিইসি

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর ৫২০) নির্বাচন কমিশন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন

পদত্যাগ করবেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে

পদত্যাগের প্রস্তুতি: আগস্ট ছাত্রজনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার নির্বাচন কমিশন সংস্কার উদ্যোগ নেয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের পদত্যাগেরও দাবি ওঠে। বর্তমান পরিস্থিতিতে তাদের পদত্যাগ করতে হবে এমনটাই মনে করছেন নির্বাচন কমিশনের সদস্যরা। তারা পদত্যাগের জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন। তবে নিজেরা পদত্যাগ করবেন, নাকি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে তা বোঝার চেষ্টায় ছিলেন। বিষয়ে পরামর্শের জন্য ইসি সদস্যরা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। এমন অবস্থায় সাংবাদিকদের সামনে আসছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন

ব্যাপারে জানতে চাইলে সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ে পুরো কমিশন উপস্থিত থাকবেন সেখানে সিইসি সব বিষয় তুলে ধরবেন

গণমাধ্যমে তথ্য অনুসারে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যেকোনো একদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিল বর্তমান কমিশন। তবে তা আর হয়ে উঠেনি।বিদ্যমান পরিস্থিতিতে ২৩ আগস্ট দৈনিক সমকালের মতামত বিভাগেবিপ্লব ফরমান: সরকার সংবিধানশীর্ষক একটি নিবন্ধ লিখেছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেই লেখার কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, তিনি আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না। তাই নির্বাচন কমিশন যেসাংবিধানিক সংকটেপড়েছে, সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন মনে করছেন

ওই নিবন্ধে সিইসি কাজী হাবিবুল আউয়াল লেখেন, ‘নির্বাচন কমিশন সংবিধান সফল বিপ্লবোত্তর সাংবিধানিক পরিস্থিতিতে সংকটে রয়েছে। নির্বাচন কমিশন হয়তো অচিরেই বিগত হবে। কিন্তু এতে সংকটের নিরসন হবে না। সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে। বাস্তবতার নিরিখে ভেঙে দিতে হয়েছে। সফল বিপ্লবের ডি ফ্যাক্টো  (বাস্তবানুগ) গ্রামারে এটি অবশ্যই সিদ্ধ।

তিনি লেখেন, ‘সংবিধান যদি বহাল থাকে তাহলে নির্বাচন কমিশনকে সংবিধানের ১২৩()() অনুচ্ছেদের বিধানমতে তৎপরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। যদি না করেন, তাহলে সে ক্ষেত্রে ৭খ অনুচ্ছেদের বিধানমতে কমিশনাররা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকবেন। সংবিধানকে পুরোপুরি অক্ষুণ্ন রেখে বিপ্লব তথা বিপ্লবের উদ্দেশ্যকে এগিয়ে নেওয়া বাস্তবায়ন করা যায় না।

২০২২ সালে ইসি গঠনে আইন প্রণয়নের পর সেই আইনের অধীনে প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচজন। ওই বছরের ২৭ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক  আমলা। এই কমিশনের অপর চার সদস্য হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর আনিছুর রহমান।

ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ, দাবি: ‘১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজব্যানারে নির্বাচন কমিশনের পদত্যাগসহ নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ হয়েছে বুধবার বেলা ১১টার দিকে। বিক্ষোভে নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা রকিব উদ্দিন আহমেদের বিচার দাবি করা হয়। ইসি সংস্কারে পাঁচটি দাবি তুলে ধরা হয়ছে। দাবিগুলো হলোনির্বাচন কমিশনের পদত্যাগ, ২০১৮ সালের কেএম নূরুল হুদা কমিশনের বিচার, ২০১৪ সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারেরদালালকর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য সৎ কর্মকর্তাদের পদায়ন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ