ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য হোক কিংবা ঘর সাজাতে, গোলাপ ফুল যেন আমাদের জীবনের অংশ। ফ্যাশনশিল্পেও এই ফুল কম যায় না। ফ্লোরাল থিমের পোশাকের মধ্যে গোলাপ ফুলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। হলিউড থেকে শুরু করে বলিউড তারকারাও তাঁদের বিশেষ দিনে বেছে নিচ্ছেন রোজ প্রিন্ট, এম্বেলিশমেন্ট কিংবা অ্যাপ্লিকে করা বাহারি সব আউটফিট। গোলাপসজ্জিত পোশাকের সঙ্গে গোলাপের চোকার নেকলেস, বেল্ট, হেডব্যান্ডও অনুষঙ্গ হিসেবে ফ্যাশন–দুনিয়ায় রাজত্ব করছে এখন। বলিউড তারকাদের তেমনই কিছু লুক দেখে নেওয়া যাক।
অনন্যা পান্ডে
জেন–জি তারকা অনন্যা পান্ডে ‘অল রেড’ লুকের কোরসেট ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন। সুইটহার্ট নেকলাইনের স্ট্রেপলেস কোরসেটের সঙ্গে পরেছেন লম্বা ট্রেনের স্কার্ট। সাটিন ফেব্রিকের এই পোশাকে আবেদন যোগ করছে গোলাপের অলংকরণ আর গলায় পরা ফেব্রিক রোজ চোকার।
পায়ের লাল হিলজোড়াও নজর এড়ায়নি অনন্যা–ভক্তদের। এর সঙ্গে স্লিক বান হেয়ারস্টাইল, লাল লিপস্টিক আর হার্টশেপ কানের দুলে সেজেছেন অভিনেত্রী।
শানায়া কাপুর
আরেক জেন–জি অভিনেত্রী শানায়া কাপুর তাঁর এই লুকে পরেছেন রোজ-অ্যাপ্লিক ক্যাডি মিনি ড্রেস। রাউন্ড নেকলাইন আর স্লিভলেস এই গোলাপি ড্রেসের নিচের অংশে রয়েছে থ্রিডি গোলাপ ফুলের নকশা। অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছে বডিকন ফিট এই পোশাকে।
সঙ্গে জুটি বেঁধেছে গোলাপি পাম্প হিল। বার্বিকোর থিমের এই লুকে আরও যোগ হয়েছে গোলাপি স্টাড দুল আর গ্লসি লিপস্টিক।
জাহ্নবী কাপুর
জোখজুড়ানো ফ্লোরাল মিডি ড্রেসে আকর্ষণ ছড়াচ্ছেন জাহ্নবী কাপুর। বডি হাগিং, হল্টার নেকলাইন আর রুশড ডিটেলের এই ড্রেসে রয়েছে থ্রিডি গোলাপ ফুল আর প্রিন্ট। জমিনে সবুজ পাতাও উঁকি দিচ্ছে। দেখে মনে হচ্ছে, যেন আস্ত গোলাপবাগানের সঙ্গে জড়িয়ে আছেন জাহ্নবী।
এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী মানানসই লাল স্ট্রেপি হিল বেছে নিয়েছেন, যা লুকে বাড়িয়েছে ভিন্ন আবেদন। কোনো জুয়েলারি পরেননি তিনি , তবে ঠোঁট আর চোখ সাজিয়েছেন গোলাপ ফুলের রঙে।
রাধিকা মার্চেন্ট
ভারতের আলোচিত ধনাঢ্য পরিবার আম্বানিদের ছোট বউ রাধিকা মার্চেন্ট। বিয়ের আগে রাধিকা দ্বিতীয় দফার প্রি–ওয়েডিং হয়েছিল ইউরোপের এক বিলাসবহুল প্রমোদতরিতে। এ সময় তাঁর চোখধাঁধানো বিলাসবহুল সব সাজপোশাক আর গয়না সবার নজর কেড়েছে। এই লুকে রাজকীয় সাজপোশাকে ধরা দিয়েছেন রাধিকা। পরেছেন অফ দ্য শোল্ডার ডাবল স্যাটিন আইভরি গাউন। মাথার ক্রিস্টালের গোলাপের টিয়ারার সঙ্গে মিলিয়ে একই গোলাপ দিয়ে ডিটেইলিং করা হয়েছে নেকলাইন ও কোমরের অংশে।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম