আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য প্রকল্পের আওতায় ২০০৪ সাল থেকে ২১টি রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠিত হয়। এর আওতায় পৃথিবীর বিভিন্ন দেশের ঐতিহাসিক স্থান, বনাঞ্চল, অরণ্য, পাহাড়, প্রাচীন পুরাকীর্তি ও স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এই বছর বিভিন্ন দেশের ১৫টি নিদর্শন বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির তথ্য দেওয়া হলো।
মৈদাম, আসাম, ভারত
১২২৮ থেকে ১৮২৬ সাল পর্যন্ত আসামে অহমিয়া রাজত্ব ছিল। সে সময় অহম রাজ্যের রাজপরিবারের ঢিবি আকৃতির সমাধিক্ষেত্র হচ্ছে এই ‘মৈদাম’। তাই অহোমদের প্রথম প্রজন্মের এই অভিনব সমাধিক্ষেত্র গড়ে উঠেছে প্রকৃতির সান্নিধ্যে। মৃতদেহকে প্রকৃতি থেকে আহরণ করা গাছের বাকল দিয়ে কফিন বানিয়ে সেখানে ভরে পিরামিডের মতো ঢিবির মধ্যে সমাহিত করা হতো। মৃত্যুর পরেও রাজকীয় সব সুযোগ–সুবিধা নিয়ে হাতি, ঘোড়া, চাকরবাকর, স্ত্রী, ধনসম্পদ সবকিছুই থাকত মৃতদেহের সঙ্গে। এই দুর্লভ ঐতিহ্যের অহমিয়া সাম্রাজ্যের সমাধিস্থল কালচারাল হেরিটেজ হিসেবে স্থান পেয়েছে বিশ্ব ঐতিহ্যে।
কেনজেরো লেক, রাশিয়া
রাশিয়ার কেনজেরো লেক, যেখানে প্রাচীন ঐতিহ্যের কাঠের স্থাপত্য ও কৃষিকাজের সমন্বয়ের এক অনন্য নিদর্শন রয়েছে, যা প্রকৃতির বিরূপতার মধ্যে এর ভিন্নতার জন্য পেয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি।
মেলকা কুন্তুরে ও বালচিত, ইথিওপিয়া
মানব বসতি স্থাপনের প্রারম্ভে সেই সময়কার স্থাপত্য নিদর্শনের জন্য এ স্থানটি গুরুত্বপূর্ণ।
হেগমাতানে, ইরান
ইরানের হামাদানে এর অবস্থান। এটি পৃথিবীর প্রাচীনতম একটি শহর। এই অঞ্চলে শহরের গোড়াপত্তনের ইতিহাসের অনেক স্থাপত্য নিদর্শনের জন্য এটি অন্তর্ভুক্ত হয়েছে বিশ্ব ঐতিহ্যে।
পুহ প্রাবাত, থাইল্যান্ড
থাইল্যান্ডের এই বিশ্ব ঐতিহ্য একটি বিশেষ আকৃতির পাথর, যা প্রাচীন ‘দেবারতি’ সাম্রাজ্যের সময়ের। থাই সাম্রাজ্যের গোড়াপত্তনের সময় পাথরের শিল্পকর্মের নিদর্শনস্বরূপ দাঁড়িয়ে রয়েছে এটি।
সেন্ট হিলারিয়ন মনাস্ট্রি, তেল আম আমের, ফিলিস্তিন
খ্রিষ্টান সন্ন্যাসবাদ ও এই অঞ্চলে প্রাচীন নগরের গোড়াপত্তনের সাক্ষী হয়ে আছে এই নান্দনিক স্থাপত্যের অংশ।
ভায়া আপিয়া, রেজিনা ভায়ারাম, ইতালি
রোম সাম্রাজ্যের প্রাচীন একটি সড়ক এটি। এর আরেক নাম ‘কুইন অব রোডস’। রোমান শাসনামলে এর ঐতিহাসিক গুরুত্ব ছিল।
বাদিয়ান জারান মরুভূমি, চীন
দারুণ বালিয়াড়ি আর লেকের সমন্বয়ে গড়ে উঠেছে এই মরুভূমি রাজ্য, যা ইউনেসকোর প্রাকৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে।
উম আল জিমাল, জর্ডান
উত্তর জর্ডানে অবস্থিত এই প্রাচীন মরু শহরটি। এই শহরে রয়েছে প্রাচীন স্থাপত্য, সেই সঙ্গে এই অঞ্চলে প্রাচীন বাণিজ্য ও অভিবাসীদের গোড়াপত্তনের অনেক নিদর্শন।
গেদি, কেনিয়া
কেনিয়ার সোয়াহিলি অধিবাসীদের একটি মধ্যযুগীয় শহর গেদি। সেই সময়কার এই শহরের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির সোয়াহিলি সভ্যতার শুরুর নিদর্শন রয়েছে এখানে।
রয়্যাল কোর্ট অব টাইব, বুরকিনা ফাসো
১৫০০ শতকে গোড়াপত্তন করা আদিবাসীদের ঐতিহ্যবাহী মাটির ঘর এগুলো, যা প্রজন্ম ধরে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠী ধরে রেখেছে। নিজ হাতে মাটি, গোবর, চক ও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তারা তৈরি করে এবং এর ওপর বিভিন্ন জ্যামিতিক প্যাটার্ন হাতে নকশা করা হয়ে থাকে। এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন প্রদর্শন করে এটি।