উৎসবপ্রিয় বাঙালি ইতিমধ্যে আসন্ন পূজার কেনাকাটা শুরু করে দিয়েছে। ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি অনলাইন উদ্যোগগুলোতেও শুরু হয়েছে এই আমেজ। যেকোনো উৎসবেই অনলাইন ফ্যাশন উদ্যোগ হরিতকীতে পাওয়া যায় থিমভিত্তিক সব পোশাক। এবারও ব্যতিক্রম হয়নি। ব্র্যান্ডটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেয়েদের জন্য কালেকশন সাজিয়েছে। নানা ক্যাটাগরির শাড়ি, গাউন, ড্রেস, কুর্তি, ওড়না ছাড়াও আছে স্কার্ট। প্রতিটি পোশাকেই রাখা হয়েছে পূজার আমেজ। তবে পোশাকগুলো এমনভাবে নকশা করা হয়েছে যেন অন্য সময়েও পরা যায়।
আরামদায়ক সুতির শাড়ি
সুতি ফেব্রিক যেকোনো সময়ে পরার জন্যই মানানসই আর বেশ আরামদায়ক। যাঁরা ছিমছাম নকশা পছন্দ করেন, তাঁদের জন্য এই কালেকশনে রয়েছে লাল-সাদা রঙের থিমভিত্তিক সুতি শাড়ি। লাল পাড়ের সাদা শাড়িতে ফুটে উঠেছে ফুল–লতার আলপনার নকশা।
অষ্টমীর অঞ্জলিতে কিংবা দশমীর সিঁদুর খেলায় সবাই চায় এমন শাড়ি। একই কালার কম্বিনেশনে জবা ফুল দিয়ে করা হয়েছে আরেকটি শাড়ি।
গাউন স্টাইলের ড্রেস
অনেকের জন্যই শাড়ির চেয়ে ফ্রক স্টাইলের ড্রেসগুলো বেশি কমফোর্টেবল। হরিতকী এই কালেকশনের নাম দিয়েছে গাউন ড্রেস। উৎসবধর্মী এই ড্রেসগুলোতে রাখা হয়েছে গর্জিয়াস আমেজ, তৈরি হয়েছে বেশি ঘের দিয়ে। পদ্ম ফুলের সঙ্গে শারদীয় দুর্গাপূজার বেশ সম্পর্ক থাকায় পদ্মকে প্রাধান্য দিয়ে নকশা করা হয়েছে তিনটি ড্রেস। সাদা জমিনের ফুলস্লিভ একটি ড্রেসে পদ্ম, হাঁস ও ঝিলের মোটিফ রয়েছে।
সি গ্রিন রঙের থ্রি কোয়ার্টার স্লিভের আরেকটি ড্রেসে পুরোটা জমিনজুড়ে আছে পদ্মফুল। পদ্মফুলের জলরং স্টাইলেও করা হয়েছে আরেকটি ড্রেস। এ ছাড়া এই কালেকশনে জায়গা করে নিয়েছে রাজবহর থিমে করা হাইনেক গর্জিয়াস গাউন।
হাফ সিল্ক শাড়ি
সুতি আর সিল্কের মিশেলে তৈরি হাফ সিল্ক শাড়ির এই কালেকশনে আছে চোখজুড়ানো সব শাড়ি। ওয়ার্লি আর্টের পাড় নিয়ে করা হয়েছে লাল শাড়ি। এ ছাড়া মাল্টিকালার ওয়ার্লি মোটিফও রয়েছে সাদা শাড়ির মধ্যে। মোগল চিত্রকলা নিয়ে করা কালো রঙের হাফসিল্ক শাড়িও রয়েছে এই কালেকশনে।
কুর্তি ও ওড়না
কুর্তি যেকোনো উৎসবেই মানানসই, পরা যায় সাধারণ দিনেও। আরামের কথা ভেবে সুতি ফেব্রিকে তৈরি করা হয়েছে এই কুর্তিগুলো।
মহালয়া থেকে শুরু করে পূজার নানা থিম উঠে এসেছে প্রতিটি পোশাকে। ধূপ-অঞ্জলি, দুর্গা, লক্ষ্মীর পট, মহালয়া, কালীঘাটের পটচিত্রের মোটিফ ছাড়াও রয়েছে হাতি থিম। কুর্তির কাটিং আর প্যাটার্নে রয়েছে নতুনত্ব।
কোনোটায় বসানো হয়েছে লেইস, কোনোটাই ট্যাসেল। স্লিভ বা হাতায় রয়েছে ভিন্নধর্মী আমেজ। লাল, নীল, সাদা, কমলার মতো রংগুলো প্রাধান্য পেয়েছে কালেকশনে।
চাইলে কেউ ওড়নাও নিতে পারেন সঙ্গে। ওড়নাগুলো কালীঘাট আর মেদিনীপুরের পটচিত্র অবলম্বনে নকশা করা হয়েছে।
সিল্ক শাড়ি
এই কালেকশনটি সাজানো হয়েছে সিল্ক শাড়ি দিয়ে। এমন আবহাওয়ায় সিল্ক ফেব্রিকের কদর অনেক। বৃষ্টিতে কিংবা ঘামে ভিজলেও শুকিয়ে যাবে দ্রুত। উৎসবে গর্জিয়াস আমেজ বাড়াতে চোখ বন্ধ করেই তাই বেছে নেওয়া যায় ডিজিটাল ও স্ক্রিনপ্রিন্টে করা এই শাড়িগুলো।
এই কালেকশনে আছে আলপনায় আঁকা সাদা পাড়ের লাল শাড়ি,কাঁথা স্টিচ, সিঁদুর খেলা, জয়পুরি প্রিন্ট আর শিউলি ফুলের আদলে করা শরতের শাড়ি।
স্কার্ট
এখনকার ফ্যাশনিস্তা তরুণীরা স্কার্ট পরতে পছন্দ করে অনেক। সুতি ও পেপার সিল্কে তৈরি এই স্কার্টগুলোর জমিনে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের চিত্রকর্ম।
সখী থিম, জয়পুরি পুতুল ও চুন্দ্রি মোটিফের স্কার্ট ছাড়াও পদ্মফুল, বৃষ্টি, নৌকাও স্থান পেয়েছে এই স্টাইলিশ বটম ওয়ারগুলোতে।