সর্বশেষ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পোপ ফ্রান্সিস আর নেই
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
যেসব আমলে জাহান্নাম হারাম হয়ে যায়
বিনা খরচে কর্মী নেবে জাপান, বেতন দুই লাখ টাকা
আসছে বিশেষ বিসিএস, কতজনকে নিয়োগ?
আ. লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা
দিনাজপুরে মাহি হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ.লীগ কর্মীসহ আটক ৭
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নারীদের সুরক্ষা নিয়ে মন্তব্য অনন্যা পান্ডের

বিনোদন ডেস্ক

ইন্ডাস্ট্রিতে নারীদের নিরাপত্তা ঘিরে বেশ কিছু কথা বলেছেন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে এই অভিনেত্রী বলেন, ‘প্রতিটি ইন্ডাস্ট্রিতে হেমা কমিটির মতো সমিতি গঠন করা খুব জরুরি। এখানে নারীরা একত্র হয়ে অনেক কিছু করতে পারবেন। আমার মনে হয়, এ রকম কিছু করলে নিশ্চিতভাবে কিছুটা বদল আসবে।

আপনারা দেখছেন, এখন এই সমস্যা নিয়ে সবাই অন্তত কথা বলছেন। তবে এখনো অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এখনো অনেক লড়াই করতে হবে। ’

এ প্রসঙ্গে অনন্যা আরও বলেন, ‘বেশ কিছু প্রযোজনা সংস্থা এবং নির্মাতারা সেটের মধ্যে নারীদের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন। তারা নীতিমালায় বেশ কিছু বদলও এনেছেন। এখন আমাদের কাছে বেশ কিছু হেল্পলাইন নম্বর আছে, যারা নারীর সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করছে।

এই নম্বরগুলোতে আপনি যখন খুশি কল করতে পারেন। এমনকি আপনি নিজের নাম-পরিচয় গোপন রেখেও অভিযোগ করতে পারেন। তবে আমি মনে করি না, এই সমস্যা শুধু সিনেমার দুনিয়ায় আছে। এই সমস্যা সব জায়গায়, সব ক্ষেত্রে আছে। তাই আমাদের উচিত এর ওপর দ্রুতগতিতে কাজ করা। ’

একই অনুষ্ঠানে অনন্যা আরও উল্লেখ করেন, ‘অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা অত্যন্ত জরুরি। সব বিষয়ের ওপর কথা না বললেও চলবে যদি মনে করেন কোনো বিষয়ের ওপর কথা বলা জরুরি, তাহলে নিশ্চয়ই বলুন। যেমন আমি মনে করি, নারীদের সুরক্ষা অত্যন্ত জরুরি। আমি সব সময় এ বিষয়ের ওপর কথা বলে এসেছি। শুধু কথা বললেই হবে না। এবার কাজ করতে হবে। ’

উল্লেখ্য, অনন্যা পান্ডেকে সম্প্রতি বলিউড সিরিজ ‘কল মি বে’ তে দেখা গেছে। অ্যামাজন প্রাইমের এই সিরিজে ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে তাকে সরব থাকতে দেখা গেছে। ধর্মাটিক এন্টারটেইনমেন্টের নির্মিত ‘কল মি বে’ সিরিজে অনন্যা ছাড়া রয়েছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, মিনিমাথুর-সহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ