সর্বশেষ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পোপ ফ্রান্সিস আর নেই
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
যেসব আমলে জাহান্নাম হারাম হয়ে যায়
বিনা খরচে কর্মী নেবে জাপান, বেতন দুই লাখ টাকা
আসছে বিশেষ বিসিএস, কতজনকে নিয়োগ?
আ. লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা
দিনাজপুরে মাহি হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ.লীগ কর্মীসহ আটক ৭
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

তোফাজ্জল হত্যার বিচার নিয়ে তমার প্রশ্ন

বিনোদন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তোফাজ্জল নামের এক যুবককে হত্যার ঘটনায় উত্তাল সারাদেশ। নেটদুনিয়ায় এ হত্যার বিচার চেয়ে নিন্দা প্রকাশের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন সবাই। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। নেক্কারজনক এমন হত্যাকাণ্ডে সোচ্চার হয়েছেন তারাও।

ইতোমধ্যে ফেসবুকে তোফাজ্জল হত্যার বিচার চেয়ে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারাও। তাদেরই একজন চিত্রনায়িকা তমা মির্জা। তোফাজ্জল হত্যার বিচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তমা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, নিহত তোফাজ্জল কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ, কেমন ব্যক্তি ছিল, মানসিকভাবে সুস্থ ছিল কী? ছিল না জানতে চাই না। ওনারাই বা (খুনিরা) কেন এমন করল? কীভাবে করল? কোন পরিস্থিতিতে করল, শুনতে চাই না।

আমি শুধু জানতে চাই, শুনতে চাই- তোফাজ্জল ন্যায় বিচার কি পেল? ‘এবং সেটি অনতিবিলম্বে।’

এর আগে মারপিটের আঘাতে বিপর্যস্ত তোফাজ্জলের নিথর দেহ পরে থাকার একটি প্রতীকী ছবি শেয়ার করে তমা লেখেন, ‘আমি বিচার চাই।’

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় তোফাজ্জল নামে এক যুবকের। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। গত ১৯ সেপ্টেম্বর এ মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ