বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। প্রস্তুতি হিসেবে ঢেকে রাখা হয়েছিল পুরো মাঠ। তবে কভারে পিচ বাঁচলেও পুরো মাঠের বৃষ্টিস্নান ঠেকানো যায়নি। যে কারণে আউটফিল্ড এখনও ভেজা। নির্ধারিত সময়ে কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টস করানো সম্ভব হয়নি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, টেস্টের প্রথম দিন খেলা শুরু হলেও বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। তবে ভালো সংবাদ হচ্ছে এরই মধ্যে মাঠের ঢেকে রাখা অংশগুলো উন্মুক্ত করা হচ্ছে। তবে আকাশে মেঘ আছে। মাঠ পরিচর্যার মধ্যে পরিদর্শন করে আম্পায়াররা টসের সিদ্ধান্ত নিতে পারেন দ্রুতই।
চেন্নাইয়ে লাল মাটির উইকেটে খেলেছে বাংলাদেশ। কানপুরেও লাল নাকি কালো মাটির উইকেটে খেলা হবে তা নিয়ে দ্বিধায় ছিলেন শান্ত-হাথুরুরা। তবে শেষ পর্যন্ত কালো মাটির অর্থাৎ অনেকটা মিরপুরের মতো মাটির উইকেটে খেলা হবে বলে জানানো হয়েছে।
চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কানপুর টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়ে দেন, এই ম্যাচের পর মিরপুরে অক্টোবরে একটি ম্যাচ খেলে তিনি টেস্ট থেকে অবসরে যেতে চান।
বাংলাদেশের কানপুর টেস্টের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ওপেনার মাহমুদুল হাসান জয় একাদশে ফিরতে পারেন। পেস আক্রমণে নাহিদ রানার জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া হতে পারে। একাদশে ফিরতে পারেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।