সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

ডিম্বাশয়ে ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা

অনলাইন ডেস্ক

নারী দেহে প্রজননতন্ত্রে জরায়ুর দু’পাশে টিউবের মাধ্যমে সংযুক্ত দুটি ছোট্ট ডিম্বাকৃতির অঙ্গ রয়েছে, যা ডিম্বাশয় (ওভারি) নামে পরিচিত।

নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার কিংবা জরায়ু ক্যান্সারের পাশাপাশি ডিম্বাশয়ের ক্যান্সার একটি মরণঘাতী রোগ হিসেবে বহুল আলোচিত। অন্যান্য ক্যান্সারের তুলনায় একে নীরব ঘাতক হিসেবে চিহ্নিত করা হয়। ২০২০ সালের এক পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে গড়ে বছরে তিন লক্ষাধিক নারী এ রোগে আক্রান্ত হন। তার মধ্যে একটি বড় অংশ মৃত্যুবরণ করে।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ মে বিশ্বব্যাপী পালিত হয় ডিম্বাশয়ের ক্যান্সার দিবস। ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগীর সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে।

লক্ষণ

সাধারণত এ রোগের লক্ষণ শুরুর দিকে অস্পষ্ট থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই এটি অ্যাডভান্স স্টেজে (রোগটি ছড়িয়ে পড়ার পর) চিহ্নিত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই রোগ নির্ণয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য স্ক্রিনিং ব্যবস্থা চিকিৎসাক্ষেত্রে তৈরি হয়নি। তবে এমন কিছু লক্ষণ আছে, যা দেখা দিলে ডিম্বাশয় ক্যান্সারের বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন– ধারাবাহিক ক্ষুধামান্দ্য; পেট ভরা ভরা লাগা;  হঠাৎ করে ওজন কমে যাওয়া; পেট স্বাভাবিকের তুলনায় ভারী ভারী লাগা;  পেট ফুলে যাওয়া; পেটে ব্যথা অনুভব করা।

যারা ঝুঁকিতে রয়েছেন–

নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। সাধারণত ৮০ শতাংশই পোস্ট মেনোপোজাল, অর্থাৎ পঞ্চাশোর্ধ্ব মহিলা। যারা বন্ধ্যত্ব সমস্যায় আক্রান্ত। যাদের সন্তান সংখ্যা সীমিত।
পারিবারিক আক্রান্তের ইতিহাস রয়েছে।

প্রতিকার 

নিয়মিত চেকআপ। প্রাথমিক লক্ষণ টের পেলে পুরো পেটের আলট্রাসনোগ্রাম করা।
সিএ ১২৫ রক্তের টিউমার মার্কার করা।

চিকিৎসা

কার্যকর চিকিৎসার জন্য রোগটি দ্রুত শনাক্ত হওয়া জরুরি। শুরুর দিকে শনাক্ত হলে অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যথায় কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। কিছু ক্ষেত্রে যদি পরিপূর্ণ স্টেজিং অপারেশন করা যায়, তবে কেমোথেরাপি না দিয়েও চিকিৎসা করা সম্ভব। তবে অ্যাডভান্স স্টেজেও অপারেশনের গুরুত্ব অপরিসীম।

ডিম্বাশয়ের ক্যান্সারের সিংহভাগ রোগীই মৃত্যুর কোলে ঢলে পড়েন চিকিৎসা-সংক্রান্ত জটিলতা এবং ট্রিটমেন্ট রেজিস্ট্যান্সের জন্য। এ রোগের অধিক মৃত্যুহারের আরেকটি মূল কারণ দেরিতে শনাক্তকরণ এবং দ্রুত ছড়িয়ে পড়া।

এ ভয়াবহ রোগের কবল থেকে রেহাই পেতে প্রয়োজন ব্যাপক সচেতনতা এবং সময়মতো সঠিক চিকিৎসা। তাই শুরুতেই সচেতন থাকলে ভালো।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ