বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে। শহীদ পরিবারকে একটি দুগ্ধ গাভী, একটি সেলাই মেশিন এবং নগদ এক লক্ষ টাকা সহায়তা দেয়া হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার পরিবারের কাছে তারেক রহমানের উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
এ সময় আমিনুল হক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাইদের পরিবারের জন্য উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উপহার সামগ্রী সাঈদের পরিবারের হাতে তুলে দিতেই আমাদের এখানে আসা। জুলাই হত্যাকাণ্ডের সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক, এই আমাদের প্রত্যাশা।
শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তার পরিবারের হাতে উপহার তুলে দেন আমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আকতার হোসেন, আতাউর রহমান, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মহানগর বিএনপির সদস্য তুহিন, টিপু, এবিএম রাজ্জাক, হাজী ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সোহেল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জসিমউদদীনসহ আরও অনেকে।