সর্বশেষ
কাজের আনন্দ
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ, ৬ পদে নেবে ৫৮ জন
অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল ছাড়াই ব্রণ থেকে মুক্তি পাওয়ার ৬ উপায়
প্যাকেটের দুধ কি ফুটিয়ে খাবেন?
জরায়ুতে টিউমার মানেই কি ক্যানসার?
আলুর রসে ত্বকের অবাঞ্ছিত দাগ উধাও
ত্বকের সৌন্দর্য বাড়ায় পুঁইশাক
গরমে বাঙ্গির গুণাগুণ
কলকাতার ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ সুস্মিতা দে
বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে মোবাইল গেমের ব্যবহারকারী
কোরআনের বর্ণনায় মুমিনের জীবনের গন্তব্য
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
পারমাণবিক শক্তির কারণে পাকিস্তানে হামলা সহজ হবে না: মরিয়ম নওয়াজ
শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ

বিশ্বকাপে বহু কাঙ্ক্ষিত জয়

স্পোর্টস ডেস্ক

‘এই জয়টার জন্য আমরা বহুদিন অপেক্ষা করেছিলাম’– নারী টি২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জয়ের পরই এ কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর বলা এই ‘বহুদিন’ মানে ১০ বছর। মধ্যে পেরিয়ে গেছে চারটি টি২০ বিশ্বকাপ। সাবেক হয়েছেন অনেক ক্রিকেটার। বিশ্বকাপে পেরিয়ে গেছে ১৬ ম্যাচ। সে যাই হোক, নিজেদের বিশ্বকাপে প্রবাসী হয়ে উদ্বোধনী ম্যাচে বহু কাঙ্ক্ষিত জয় দিয়ে যাত্রা শুরু করেছেন লাল-সবুজের নারী প্রতিনিধিরা।

গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উইকেট ভালো মনে হওয়ায় টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক জ্যোতি। কিন্তু গতিময় ব্যাটিং করতে পারেনি তাঁর দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১১৯ রান তুলতে সমর্থ হন। উইকেটে স্পিন ধরলে ওই রানও যে অনেক, তা বুঝিয়ে দিয়েছেন রিতু মনিরা। চার স্পিনারের ঘূর্ণিতে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটিশরা ৭ উইকেটে ১০৩ রানে আটকে গেছে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। ১১.৪ ওভারে ১ উইকেটে ৬৮ রান তুলে নিয়েছিল তারা। দারুণ এ ভিতটি পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ওপেনার সাথী রানী ৩২ বলে তিন চারে ২৯ ও তিন নম্বরে নামা সোবহানা মুস্তারি ৩৮ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেন। এ ছাড়া অধিনায়ক নিগার ১৮ রান করেন। জবাব দিতে নেমে স্কটিশদের হয়ে একাই লড়েন ওপেনার সারাহ ব্রাইচ। তিনি ৫২ বলে ৪৯ রান যোগ করেন। বল হাতে বাংলাদেশের স্পিনার রিতু মনি ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া মারুফা, নাহিদা, ফাহিমা ও রাবেয়া নিয়েছেন ১টি করে উইকেট।

ম্যাচ শেষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি২০ খেলা অধিনায়ক নিগার জানিয়েছেন, তারা মোমেন্টাম পেয়ে গেছেন। এখান থেকে এগিয়ে যেতে চান। ৫ অক্টোবর ইংল্যান্ডসহ অন্য ম্যাচেও মন্থর উইকেটের সুবিধা নিতে চান, ‘এই জয়টা আমাদের কাছে অনেক কিছু। উইকেটে সেট হতে হতো। সাথী ও সোবহানা যেটা দারুণভাবে করেছে। আশা করছি, সামনেও এমন উইকেট পাব এবং স্পিনাররা এভাবেই ভালো বোলিং করবে। মেয়েদের এই উচ্ছ্বাস ও মুখের হাসি আমাদের প্রেরণা।’ আর ম্যাচসেরা স্পিনার রিতুর মতে, এই জয়ে মিশে আছে তাদের অনেক দিনের পরিশ্রম, ‘গত এক বছর অনেক পরিশ্রম করেছি। দল ও আমার জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। উইকেট মন্থর ছিল। আমরা কেবল কন্ডিশন বুঝে শক্তির জায়গায় স্থির থাকতে চেয়েছি।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ