বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মধ্যে স্কোয়াড গোছানোর কাজও শুরু করে দিয়েছে দলগুলো। আগামী ১৪ অক্টোবর হবে বিপিএল ড্রাফট। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের রেখে দিচ্ছে ফরচুন বরিশাল। ঢাকায় দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৪ অক্টোবর ড্রাফটের আগেই সাত দলকে জমা দিতে হবে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্ট। কিন্তু এমন পরিস্থিতিতে সাকিবের গত আসরের দল রংপুর রাইডার্স তাকে রিটেইন করবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব টেস্ট খেললে এটি নিয়ে ভাববে রংপুর রাইডার্স। শনিবার বিসিবিতে বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো নাকি না।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’