সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

ঘরোয়া উপায়ে চুল লম্বা করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

চুলের অনেক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো চুল সঠিকভাবে বৃদ্ধি না পাওয়া। একবার যদি চুল কাটেন সেই চুল বাড়তে বছর ঘুরে যায়। তাও মনের মতো লম্বা চুল হয় না। হয়ত আপনার চুল পড়ার সমস্যা নেই। কিন্তু চুলের লম্বায় বৃদ্ধি হয় না সঠিক ভাবে। চুলের এই সমস্যায় অনেকেই ভুক্তভোগী। চুল যাতে সঠিকভাবে বৃদ্ধি পায়, চুল কাটতে যেন কোনো ভয় না হয়, সেইদিকে নজর রাখতে চাইলে চুলের সঠিকভাবে পরিচর্যা প্রয়োজন। এক্ষেত্রে কোন কোন উপকরণ অতি অবশ্যই ব্যবহার করা উচিত তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক। কয়েকটি উপকরণ চুলে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই আপনার চুল লম্বায় বৃদ্ধি পাবে একদম সঠিক ভাবে।

রোজমেরি অয়েল 

এই তেল চুলের সঠিক মাত্রায় বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। চুলের লম্বা অংশ ও মাথার তালু, এই দুই জায়গায় রোজমেরি অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এই তেলের সাহায্যে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হয়। ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেল। এর পাশাপাশি চুলে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয় রোজমেরি অয়েল। এর ফলে চুল লম্বায় ভালোভাবে বৃদ্ধি পায়। এছাড়াও চুলে ময়শ্চারাইজার ধরে রাখতে এবং রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে রোজমেরি অয়েল।তাই নিয়মিত এই তেল চুলে ব্যবহার করতে পারেন।

জবাফুল 

চুলের স্বাস্থ্যের জন্য জবাফুল অত্যন্ত উপকারী একটি উপকরণ। জবা ফুল ভালোভাবে চটকে নিয়ে সেই নির্যাস লাগাতে পারেন মাথার তালু ও চুলের লম্বা অংশে। এছাড়াও নারকেল তেলের মধ্যে জবাফুল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই তেল দিয়ে মাথার তালু ও চুলে ম্যাসাজ করুন। লাল রঙের জবাফুল ব্যবহার করতে পারলেই ভালো। মূলত জবাফুল চুল মোলায়েম করে। বজায় রাখে চুলের উজ্জ্বলতা। এর পাশাপাশি চুল পড়ার সমস্যা কমায়। আর সেই সঙ্গে চুলের লম্বায় সঠিক ভাবে বৃদ্ধিতেও সাহায্য করে। তাই যাদের চুলের সমস্যা রয়েছে তারা চুলের পরিচর্যায় জবাফুল অবশ্যই ব্যবহার করুন।

মেথি 

চুলের জন্য আরো একটি উপকারী জিনিস হলো মেথি। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে কাচের পাত্রে এই তেল সংগ্রহ করে রাখুন। আর সম্ভব হলে রোজই এই মেথি তেল চুলে ম্যাসাজ করুন। এই তেল চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়ার সমস্যা কমায়। দূর করে খুশকির সমস্যাও।

সূত্র : এবিপি আনন্দ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ