সর্বশেষ
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল কীভাবে লাগাবেন? 
লটকনের পুষ্টিগুণ
মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরা
দুধ বা দুধের তৈরি খাবার খেলেই সমস্যা হয়?
ফিউশনওয়্যারে জুড়ি নেই তানজিন তিশার, দেখে নিন আকর্ষণীয় ১০ লুক
রক্তে অতিরিক্ত চর্বির কারণ ও প্রতিকার
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়

৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৫ বছর পর দিনাজপুরের পার্বতীপুর থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রেলপথে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। ফলে করোনা মহামারীর প্রাদুর্ভাব বন্ধ হওয়ার প্রায় ৫ বছর পর রমনা রেলস্টেশনে বাজবে ট্রেনের হুইসেল।ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।

সূত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাস মালিকদের অনুরোধে লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের কারণ দেখিয়ে এই পথে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়। তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হয়। কিন্তু ট্রেনটি সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সঙ্গে সংযোগ না পাওয়ায় ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর ট্রেনটি চালু হওয়ার খবরে এ উপজেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।

রমনা স্টেশন এলাকার আব্দুর রহিম বলেন, ‘দীর্ঘ সাড়ে ৪-৫ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে, এতে আমরা অত্যন্ত খুশি। রেলপথে যাতায়াতসহ পণ্য আনা নেওয়ার সুবিধা থেকে দীর্ঘ সময় আমরা বঞ্চিত ছিলাম।’

কলেজশিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘চিলমারী থেকে কুড়িগ্রাম শহরে প্রতিদিন কলেজ যাতায়াতে ১৬০ টাকা খরচ হয়। লোকাল ট্রেনটি চালু হলে আমাদের মতো শিক্ষার্থীদের অনেক উপকার হবে।’

শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, ‘আগে রমনা রেলপথে চারটি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের ভোগান্তি  কমবে। পর্যায়ক্রমে বাকি তিনটি ট্রেনও চালু করা হবে।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পার্বতীপুর স্টেশন থেকে ভোর ৫টা ৩০মিনিটে ছেড়ে চিলমারীর রমনা স্টেশনে পৌঁছাবে সকাল ১০টায়। অন্যদিকে, চিলমারীর রমনা স্টেশন থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে পার্বতীপুরে পৌঁছাবে বিকেল ৩টা ২০ মিনিটে।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। ট্রেনটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে, চালুর ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্ত আসা মাত্রই পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেনটির হুইসেল বাজবে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ