সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

সঙ্গী কি পাসওয়ার্ড চাচ্ছে?

অনলাইন ডেস্ক

বৈবাহিক কিংবা সম্পর্কে আছেন, এমন মার্কিন নাগরিকদের ৬৭ শতাংশই সঙ্গীর সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য-উপাত্ত (যেমন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের পাসওয়ার্ড) শেয়ার করেন। ওয়াশিংটিনভিত্তিক থিঙ্ক ট্যাংক পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপ থেকে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৭ শতাংশ সঙ্গীর সঙ্গে নিজের ই–মেইল অ্যাকাউন্ট এবং ১১ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল শেয়ার করে থাকেন।

সঙ্গীর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করে নিজের ই–মেইল, ফেসবুকসহ অন্যান্য অ্যাকাউন্টে তাঁকে প্রবেশাধিকার দেয়াকে বিশ্বস্ততা অর্জনের একটা উপায় হিসেবে দেখে এই প্রজন্ম। অনেকে আবার সঙ্গীর নামের ও বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ডের সঙ্গে মিল রেখে নিজের পাসওয়ার্ড তৈরি করেন। কিন্তু সঙ্গীর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করাটা কি আদৌ নিরাপদ?

সঙ্গীকে কি পাসওয়ার্ড দেবেন?

পাসওয়ার্ড শেয়ারিং সঙ্গীর প্রতি বিশ্বস্ততার একটি নিদর্শন হিসেবে ধরা হলেও মনোবিজ্ঞানী এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যাপারটিকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছেন। কেননা, একটা রোমান্টিক সম্পর্ক যেকোনো সময়ে শেষ হয়ে যেতে পারে। অথচ আপনার ই–মেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্য যেকোনো সামাজিক যোগযোগমাধ্যম হুট করেই বন্ধ করে ফেলতে পারবেন না। সেগুলো বলা চলে আপনার আজীবনের সঙ্গী।

কোনো কারণে সম্পর্ক শেষ হলে বা বিচ্ছেদ হলে পাসওয়ার্ড ব্যবহার করে ‘প্রাক্তন’ আপনার বা আপনাদের গোপন ছবি বা ভিডিওর নাগাল পেতে পারেন। সম্পর্ক ভেঙে গেলে আবেগের বশে সঙ্গীর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এ ক্ষেত্রে, পাসওয়ার্ড জানা থাকলে তা আপনার জন্য হতে পারে হুমকির কারণ।

মনোবিজ্ঞানীরা যা বলছেন

সম্পর্কে একে অন্যের প্রতি আস্থা, বিশ্বস্ততা বুঝাতে নিজের পাসওয়ার্ড সঙ্গীকে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মনোবিজ্ঞানীরা মনে করেন, সম্পর্কে স্বাধীনতা এবং সীমারেখা থাকতে দেয়া ভালো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কেলি ক্যাম্পবেল বলেন, ‘সঙ্গীর কাছে যত বেশি আত্মপ্রকাশ করবেন, আপনি তত ভালো থাকবেন, সুখে থাকবেন। তবে, সবচেয়ে সুখী দম্পতির ভেতরেও কিছু গোপনীয়তা থাকে, রাখতে হয়।’

পাসওয়ার্ড শেয়ার করার পরেও যেভাবে নিজের গোপনীয়তা বজায় রাখবেন
সঙ্গীর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা কিংবা একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার—দুটোই ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা দুর্বল করে দিতে পারে। এ ক্ষেত্রে সমাধানে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। এতে যা হবে—

সূত্র: বেস্ট রিভিউজ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ