টোকন ঠাকুর
অনেক কথাই বলতে বাকি লিখতে বাকি আরও
সেই জন্যে তোমরা কি আর আমায় বুঝতে পারো?
আমি হয়তো পাহাড় দেখে আমিও পাহাড়চুড়ো
আমি হয়তো কাছাকাছিই, আমি হয়তো দূরও
তুমি ভাবছ, ঘুমিয়ে আছি? না না আমি জেগে
থমকে আছি? না না আমি ছুটছি তুমুল বেগে
যাচ্ছি কোথায়? খাচ্ছি কোথায়? কাদের দলে মিশি?
সব কথা তো বলা যাবে না, তাহলে বলবে, ‘ছি ছি
তুমি–বা এমন অবুঝ কেন, সহজ, সরল, বোকা!’
তাই বলি না, লিখিও না, পাখিবংশের খোকা
আমি, আমার তেমন বিদ্যাও নেই জানা
শুধু কিছু পালক আছে, আছে দুইটি ডানা
আমি হাওয়ায় ভেসে উড়তে উড়তে ভুলে
পথ হারিয়ে এসে পড়েছি তোমাদের স্কুলে
তুমি দেখছ একটি পাখি জানলাখোলা গ্রিলে
তুমি চাঁদ বানানে চ–এর ওপর চন্দ্রবিন্দু দিলে
সেই পাখিটাই এই যে আমি তা তুমি কি জানো?
তোমার পাখিবন্ধু থাকতে পারে, তা কি তুমি মানো?
স্কুলে সে তোমাকে দেখে ভাবে বন্ধু পাব
কারণ, তুমিও মনে মনে ওড়ার কথাই ভাবো…