দিওয়ালির সময় বলিউডে পার্টি লেগেই থাকে। তবে তারকাদের ফেভারিট আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ মিস করতে চান না কেউই। কাল রাতে এ উপলক্ষে এক ঝাঁক বলিউড তারকা এক হয়েছিলেন মনীশের নিমন্ত্রণে। আর বলাইবাহুল্য, বলিউডের পার্টি মানেই চোখধাঁধানো সাজপোশাক। চলুন দেখে নিই এবার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে কে কী পরে এসেছেন।
আকর্ষণীয় সিকুইন শাড়িতে জাহ্নবী কাপুর
শ্রদ্ধা কাপুর পরেছেন সিকুইনের রূপালি ব্লাউজের সঙ্গে শিমার ফেব্রিকের রূপালি শাড়ি
বাজিমাত করেছেন আলিয়া ভাট এ রাতে। পরেছেন নিজের মেহেদী অনুষ্ঠানের আপসাইকলড লেহেঙ্গা
আলায়া এফ পরেছেন মিরর ওয়ার্কের রূপালি ব্লাউজের সঙ্গে মভ শাড়ি
সুহানা খানের লাল শাড়ি আর অফ দ্য শোল্ডার ব্লাউজের লুক আবেদন ছড়াচ্ছে
তামান্না ভাটিয়া পরেছেন ফিউশন স্টাইল বড় সিকুইনের লাল শারি। সঙ্গে ওয়াইন রঙের ভেলভেট ব্লাউজ
বলিউডের অরিজিনাল ডিভা রেখা পরেছেন জমকালো কমলা শাড়ি, সোনালি ব্লাউজ আর গয়না
কাজলের সিকুইন কো-অর্ড বেশ নজর কেড়েছে
গৌরি খানের কালো শাড়িতে আভিজাত্যের ছোঁয়া
সিদ্ধার্থ মালহোত্রা কারুকাজ করা শর্ট কুর্তা আর সাদা প্ল্যান্ট পরেছেন। আর কিয়ারার পরনে রয়েছে ফিউশন স্টাইল ব্রঞ্জ শাড়ি
শহীদ কাপুর আর মিরা কাপুর ট্র্যাডিশনাল আইভরি সাজপোশাকেই এসেছেন পার্টিতে
ছবি: ইন্সটাগ্রাম