ওটিটি মাধ্যমে থ্রিলার গল্পের জনপ্রিয়তা ব্যাপক। এ ধরনের গল্পের দর্শকও সবসময় বেশি। তাই এই ফর্মুলাকে কাজে লাগিয়েই বলিউডে নির্মিত একের পর এক থ্রিলারধর্মী সিরিজ তৈরি হচ্ছে। দর্শক পছন্দের সঙ্গে নির্মাতারা একের পর এক নিরীক্ষা করছেন নানারকম রহস্যের গল্প নিয়ে। ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে জিফাইভে মুক্তি পায় ৬ পর্বের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘মিথ্যা’। এটি নির্মাণ করেন রোহন সিপ্পি। এবার আসছে এই সিরিজের সিকুয়েল ‘মিথ্যা-দ্য ডার্কার চ্যাপ্টার’।
সম্প্রতি প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারেই বুঝিয়ে দেওয়া হয়েছে আরও একটি হাড় হিম করা গল্প উপহার দিতে চলেছেন নির্মাতা। এর ট্রেলারে দেখানো হয় দুই সৎবোন ‘জুহি’ [হুমা কুরেশি] ও ‘রিয়া’র [অবন্তিকা দাসানি] মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এরপর প্রকাশ হয় জুহির নতুন বই ‘ধুন্ড’। যার সাফল্যে সবাই গর্বিত। এরপর আরেকজন লেখক তার এ বইয়ের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনেন। তারপরই খারাপ হতে থাকে জুহির সময়। এর মধ্যেই তার বাবা খুন হয়। শুরু হয় নতুন নতুন ঝামেলা। এভাবেই এগিয়ে যাবে সিরিজটির গল্প। জানা গেছে, আসছে দীপাবলিতে মুক্তি দেওয়া হবে। এতে হুমা অভিনয় করেছেন হিন্দি অধ্যাপক চরিত্রে।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজিত কাপুর, ইন্দ্রনীল সেনগুপ্ত, রুশহাদ রানা ও কৃষ্ণা বিষ্টের মতো তারকা। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা হুমার ‘বয়ান’ সিনেমাটি ২০২৫ সালের প্রথম দিকে মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন বিকাশ রাঞ্জান। সিনেমাটি চলতি বছর বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।