সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ঠিক

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যসচেতন মানুষের কাছে চিয়া সিড এখন বেশ জনপ্রিয় খাবার। চিয়া হচ্ছে সালভিয়া হিসপনিকা নামের মিন্ট বা পুদিনা প্রজাতির উদ্ভিদের বীজ। এটি মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে জন্মায় বেশি। চিয়ার নানা রকম পুষ্টিগুণ রয়েছে। চিয়া সিডে প্রচুর ফাইবার রয়েছে। তাই পানিতে ভেজানো চিয়া সিড খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। তাই ওজন কমাতে সাহায্য করে। তবে মেদ কমাতে চিয়া সিডের সরাসরি কোনো ভূমিকা আছে কি না, তার প্রমাণ পাওয়া যায়নি।

চিয়া সিডে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ইত্যাদি পুষ্টি উপাদান আছে। এতে থাকা ওমেগা-৩ হৃদ্‌রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। শরীরে শক্তি ও কর্মদক্ষতা বাড়ায়। প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। হজমে সাহায্য করে, ক্যানসার রোধ করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ (টক্সিন) বের করতে সাহায্য করে।

তবে কিছু কিছু গবেষণা বলছে, অতিরিক্ত চিয়া সিড প্রস্টেট ক্যানসার ও স্তন ক্যানসারের প্রবণতাকে প্রভাবিত করে। অনেকেই প্রতিদিন ব্রেকফাস্টে চিয়া সিড খেয়ে থাকেন। চিয়া সিড প্রতিদিন খাওয়াও ঠিক না। এক বা দুই দিন বিরতি দিয়ে খাওয়া ভালো। এই বীজ অতিরিক্ত খেলে হজমের সমস্যা হয়।

টানা দুই সপ্তাহের বেশি চিয়া সিড খাওয়া ঠিক হবে না। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে আঁশজাতীয় খাবার খাওয়া ভালো। কিন্তু উপকার হবে ভেবে যদি অতিরিক্ত আঁশ খেয়ে ফেলেন, সে ক্ষেত্রে পেটব্যথা, গ্যাস, হজমের সমস্যা, ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। চিয়াবীজ বেশি খেলে শরীরে পানির ঘাটতি হতে পারে। তাই চিয়াবীজ খেলে পানি খাওয়ার পরিমাণ যেন ঠিক থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এটি অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তাই বেশি খেলে অনেক সময় প্রেশার লো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

যাঁরা ব্লাডপ্রেশারের ওষুধ খান, তাঁরা চিয়া সিড খেলে অনেক সময় ওষুধের সঙ্গে এটা প্রতিক্রিয়া করে। যেহেতু রক্তে শর্করার মাত্রা কমায়, তাই ডায়াবেটিক রোগী বেশি খেলে সমস্যায় পড়তে পারেন। আবার যাঁদের কিডনির সমস্যা আছে, তাঁদের চিয়া সিড প্রতিদিন খাওয়া ঠিক হবে না। যেহেতু এটি বীজ, তাই কিডনি রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ১ বা ২ চামচ করে সপ্তাহে ২ বা ৩ দিন খেতে পারেন।

যেহেতু প্রতি ১০০ গ্রামে ৪৮৬ ক্যালরি পাওয়া যায়, তাই হিসাব করে চিয়া সিড আপনার ডায়েটে যোগ করতে হবে। না হলে ক্যালরির পরিমাণও বেড়ে যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ