হাস্যরসাত্মক গল্পে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন পারসা ইভানা। পাশাপাশি মনোযোগ কেড়েছেন বেশ কিছু রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করে। এবার ছোটপর্দায় দেখা মিলল অন্য এক পারসার। ‘থার্ড পারসন’ নাটকে জাফরিন নামের এক তরুণীর চরিত্র রূপায়ণের মধ্যে দিয়ে পর্দায় নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী। চরিত্রের পাশাপাশি নাটকের গল্পেও আছে ভিন্নতা।
যেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানে গিয়ে পুরান ঢাকার বাসিন্দা সায়েমের সঙ্গে পরিচয় জাফরিনের। পরিচয় পর্বটা যদিও সুখকর ছিল না, তারপরও নানা সূত্র ধরে দেখা হয় একে অপরের। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে ঘটনাপ্রবাহ বদলে যেতেও খুব একটা সময় লাগেনি। একসময় প্রেমে উন্মাদ হয়ে পড়া সায়েমের হাতে বন্দি হয় জাফরিন। সে বুঝে উঠতে পারে না সায়েম চাওয়া-পাওয়া পূরণের মধ্য দিয়ে কীভাবে নিজেকে বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করবে- এমনই এক গল্প নিয়ে নির্মিত ‘থার্ড পারসন’ নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন ইমরাউল রাফাত।
নাটকে পারসা ইভানার বিপরীতে সায়েম চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। তাদের পাশাপাশি অভিনয় আরও আছেন প্রান্তর দস্তিদার, টুম্পা মাহবুব, আহমেদ ফারুক প্রমুখ।
সম্প্রতি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পারসার কথায়, ‘থার্ড পারসন’ তাঁর অভিনয় ক্যারিয়ারের আরেকটি ভিন্নধাঁচের গল্পের নাটক। চরিত্রেও আছে ভিন্নতা। জাফরিনের মতো চরিত্রে এর আগে খুব একটা অভিনয় করা হয়ে ওঠেনি। তাই নাটকটিতে অভিনয়ের পর আলাদা একধরনের ভালোলাগা কাজ করেছে। অভিনয়-গল্প-চরিত্র-নির্মাণ সবকিছু মিলিয়ে নাটকটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।