কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছুক্ষণ পর নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ফাইনালের জন্য বাংলাদেশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছেন। সেমিফাইনালে মাঠে নামা তরুণ ফরোয়ার্ড সাগরিকা এই ম্যাচে খেলছেন না। তার পরিবর্তে ফিট হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র।
স্বাগতিক নেপালকে সমর্থন দিতে গ্যালারিতে হাজির হয়েছেন স্থানীয় দর্শকরা। ফাইনাল শুরুর আগেই কাঠমান্ডুর ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে।
প্রতিপক্ষ স্বাগতিক নেপাল এর আগে ৫বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে সব কটিই হেরেছে। সর্বশেষ ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় স্থানীয়দের। ফলে এবার তারা শিরোপা জিততে মরিয়া। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।
আন্তর্জাতিক ফুটবলের সাধারণ নিয়ম নক-আউট পর্বে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সাফে অবশ্য অতিরিক্ত ত্রিশ মিনিট নেই। সরাসরি টাইব্রেকার। নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছিল।
ফাইনালে বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভীন, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।