গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব এর নেতৃত্বে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালিটি উপজেলা চত্তরে এসে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব এর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল ওয়াহাব।আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা।
এ-সময় উপস্থিত ছিলেন,নতুন পুরাতন প্রশিক্ষনার্থীরা,সুধীজন,আত্মনির্ভরশীল দক্ষ যুবক যুবতীরা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।