সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

ফ্যাশনিস্তা শ্রীদেবী-তনয়া ২৫-এ পা দিলেন আজ

অনলাইন ডেস্ক

শ্রীদেবী-তনয়া বলি আর কাপুর-কন্যা, জন্ম থেকেই তারকার তকমা লেগে আছে খুশির গায়ে। শিশু আর কিশোরী বয়স পেরিয়ে গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উঠতে দেখেছে সবাই তাঁকে ক্যামেরার সামনেই। খুশি কাপুর অবশ্য তাঁর নোজ জব আর লিপ ফিলারের বিষয়ে লুকোচুরি করেন না। অত্যন্ত আত্মবিশ্বাসী এই জেন–জি তারকা এখনো মাত্র একটি সিনেমাতেই অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের দক্ষতা সম্পর্কে এখনো খুব বেশি কিছু বলা না গেলেও খুশির ফ্যাশন সেন্স একেবারে তুখোড় যাকে বলে। বেশ কয়েকটি ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন তিনি ইতিমধ্যেই। র‍্যাম্প মাতিয়েছেন শোস্টপার হিসেবে। অনেক ব্র্যান্ডের মুখ হয়েছেন খুশি। আর যেকোনো ইভেন্ট বা ফটোশুটে এই ফ্যাশনিস্তা বলিউড ডিভার লুক নিয়ে আসে নতুন নতুন চমক। তিনি সব ধরনের পোশাক পরেন। বলা যায়, বলিউডের কাপুর-কন্যা খুশির সাজপোশাকের থিমই যেন ‘যেমন খুশি, তেমন ফ্যাশন’। আজ এই জেন–জি ডিভার ২৪তম জন্মদিন। চলুন, ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে খুশির দারুণ সব স্টাইলিশ লুক দেখে নিই।

ম্যাজেন্টা আউটফিটের চোখধাঁধানো লুকে ফ্রেমবন্দী হয়েছেন খুশি। অফ শোল্ডার ফুলস্লিভ টপের সঙ্গে পরেছেন একই রঙের শাড়ি।

কমলা রঙের স্টাইলিশ লং ব্লেজারের লুকে ফ্রেমবন্দী হয়েছেন খুশি; পরেছেন সাদা হাই হিল আর সঙ্গে নিয়েছেন মিনি স্লিং ব্যাগ।

এক্সট্রিম কাট আউটের কালো গাউন পরেছেন এই ফ্যাশনিস্তা।

মিররওয়ার্কের সোনালি টুপিস ব্রালেট-স্কার্টে আবেদন ছড়াচ্ছেন খুশি।

ফ্লোরাল অ্যাপ্লিকের অফ শোল্ডার গাউন পরেছেন খুশি। দেখে মনে হচ্ছে ভিনদেশি রাজকন্যা।

লেহেঙ্গার এথনিক লুকে খুশিকে লাগছে অপূর্ব।

কালো ডিপনেক বডিকন গাউনে আবেদন ছড়াচ্ছেন খুশি।

কালো-লাল অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের কো অর্ড পরেছেন অভিনেত্রী এই লুকে।

ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার ভিন্নধর্মী কালো শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

প্যাস্টেল শেডের আকাশি রঙের এমব্রয়ডারি করা ম্যাচিং শাড়ি–ব্লাউজে খুশি।

কেপ ডিজাইনের কারুকাজ করা লেহেঙ্গার সঙ্গে কড়ি আর লাল সুতার বুননের বোহো আমেজের চোকার।

ভি নেক কালো জ্যাকেট ড্রেসের সিলোয়েট দেখার মতো।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ