চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বগুড়ায় শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি বগুড়ায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে।
আজ বুধবার (৬ নভেম্বর) বগুড়া সাবগ্রামের আকাশতারা নামক এলাকায় একটি অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় করা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এসময় উপস্থিত ছিলেন—বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদ উন নবী সালাম, কে. এম. খায়রুল বাশার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম–সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান।
আরও উপস্থিত ছিলেন—সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়ার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম, সাবেক ছাত্রনেতা নিয়াজুল ইসলাম মোশাররফ, হাসান বিপু, স্বেচ্ছাসেবক দল নেতা শরীফুর রহমান, বগুড়া জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান শাকিল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ত্বহা, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিয়ান সজীব, বগুড়া জেলা ছাত্রদল নেতা সামস সাগরসহ অনেকে।
বগুড়ার শহীদ ও আহত পরিবারগুলো
শহীদ মনিরুজ্জামান, সারিয়াকান্দী নিবাসী। তিনি গত ৫ আগস্ট শহীদ হন। এছাড়া আহত পরিবারগুলো হলো—আব্দুল মজীদ, আব্দুল আলীম, নুর মোহাম্মদ, মেহেদী হাসান, রাজঘোষ রাতুল, আদিব হাসান, নয়ন ঘোষ ও স্বপন।
প্রসঙ্গত, বগুড়ায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।