বান্দরবানে পর্যটকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকরা আবারও নীলগিরি, বান্দরবান সদর, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণের সুযোগ পাবেন। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ধাপে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলাও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। এর মধ্যে রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্রগুলো ১ নভেম্বর এবং খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো ৫ নভেম্বর থেকে খুলে দেওয়া হয়।
পর্যটকদের জন্য বান্দরবানে নতুন কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যেখানে-সেখানে আবর্জনা ফেলা, পলিথিন ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করতে পারে এমন কাজ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।