সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

বার্সেলোনার গোল উৎসবের রাতে আর্সেনাল-পিএসজির হতাশা

স্পোর্টস ডেস্ক

মোনাকোর মাঠে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল বার্সেলোনার। ওই হতাশা তারা কাটিয়ে উঠতে সময় নেয়নি। ইউরোপ সেরার মঞ্চে একের পর এক দাপুটে জয় আদায় করে নিচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। বুধবার রেড স্টার বেলগ্রেডের মাঠে ৫-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।

এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ তিন ম্যাচে ১৪ গোল করেছে তারা। আর সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ে ২৪ গোল! এর মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার সাফল্যও আছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বার্সা ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে গেলো। আর কোনও পয়েন্ট না পেয়ে ৩৫তম রেড স্টার।

অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার। ২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা। এরপর জোড়া গোল করে বার্সাকে উচ্চতায় নিয়ে যান রবার্ট লেভান্ডোভস্কি। ৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।

বুধবার রাতে আরেক প্রতিযোগিতায় মাঠে নামে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু দিনটি তাদের ভালো যায়নি। প্যারিসে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে তারা। এদিকে সান সিরোয় বুধবার রাতে ১-০ গোলে আর্সেনালকে হারিয়েছে সিমোনে ইনজাগির ইন্টার মিলান। বিরতির ঠিক আগে হাকান কালহানোগলু পেনাল্টি থেকে করেন একমাত্র গোলটি। আর্সেনালের বক্সে মিডফিল্ডার মিকেল মেরিনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইন্টার। তবে ম্যাচজুড়ে ৬০ শতাংশ বলের দখল নিয়ে পোস্টে ২০টি শট নিয়েও গোলের দেখা পায়নি আর্সেনাল।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ